Telangana

পাঁচ বছরের বালককে যৌন নির্যাতনের পর গলা টিপে খুন তেলঙ্গানায়! আটক কিশোর

গত মঙ্গলবার নিজের বাড়ির বাইরে খেলতে গিয়েছিল বছর পাঁচেকের ওই শিশু। তার পর সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজার পরেও ছেলেকে না পেয়ে তেলঙ্গানার উপ্পল থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। এর পরেই তদন্তে নামে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১৭:১৫
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

পাঁচ বছরের বালককে যৌন নির্যাতন করে খুনের অভিযোগে এক কিশোরকে আটক করল পুলিশ। চলতি সপ্তাহে তেলঙ্গানায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিশোরকে শনাক্ত করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত মঙ্গলবার নিজের বাড়ির বাইরে খেলতে গিয়েছিল বছর পাঁচেকের ওই শিশু। তার পর সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজার পরেও ছেলেকে না পেয়ে তেলঙ্গানার উপ্পল থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। এর পরেই তদন্তে নামে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তাতে দেখা যায়, এক কিশোর ছেলেটিকে ভুলিয়েভালিয়ে বাড়ির সামনে থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। তল্লাশির পর শেষমেশ শুক্রবার ওই কিশোরকে আটক করা হয়।

রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কিশোর এলাকার অদূরেই এক কাঠের ডিপোয় কাজ করত। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করে নিয়েছে ধৃত কিশোর। গত মঙ্গলবার বিস্কুট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়েছিল সে। সেখানেই তাকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে খুন করা হয়। শনিবার শিশুটির বাড়ির কাছের এক ঝোপ থেকে তার দেহ মেলে। পুলিশের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, অভিযুক্ত কিশোরকে বয়স নির্ধারণ পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পেলেই পরবর্তী পদক্ষেপ করা হবে। ইতিমধ্যে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন