Delhi Blast Red Fort

কালো স্পোর্ট্‌স শু, মেরুন-রঙা শার্টের টুকরো! লালকেল্লার ধ্বংসস্তূপে কী কী দেখে ‘ঘাতক’ উমরকে শনাক্ত করেছিল পুলিশ

সিসিটিভি ফুটেজে যত বার উমরকে দেখা গিয়েছে, তাঁর মেরুন শার্ট এবং কালো স্পোর্ট্‌স শু দেখেছেন তদন্তকারীরা। দিল্লির বিস্ফোরণস্থলে ধ্বংসস্তূপ থেকে কী ভাবে সেগুলি শনাক্ত করা হয়েছিল?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১২:০২
(বাঁ দিকে) দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ। ঘাতক গাড়ির চালক উমর নবি (ডান দিকে)।

(বাঁ দিকে) দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ। ঘাতক গাড়ির চালক উমর নবি (ডান দিকে)। —ফাইল চিত্র।

কালো রঙের স্পোর্ট্‌স শু এবং মেরুন রঙের শার্ট— উমর নবিকে খুঁজতে এই দু’টি সূত্রই ছিল পুলিশের ভরসা। জম্মু ও কাশ্মীরের একাধিক চিকিৎসক যে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তা জানার পর থেকেই তাঁর খোঁজ শুরু হয়েছিল। ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগে হরিয়ানার ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ আরজিএক্সের মশলা (অ্যামোনিয়াম নাইট্রেট) উদ্ধার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, উমর নামের এক জন এখনও অধরা। তিনি আরও বড়় কোনও বিস্ফোরণের পরিকল্পনা করছেন। তন্ন তন্ন করে কালো স্পোর্ট্‌স শু আর মেরুন শার্ট পরিহিত যুবককে খোঁজা হচ্ছিল।

Advertisement

যদিও সময়ে তাঁর খোঁজ পাননি তদন্তকারীরা। দিল্লিতে তিনি বিস্ফোরণ ঘটিয়েছেন। মৃত্যু হয়েছে ১৩ জনের। সূত্রের খবর, লালকেল্লার সামনের ধ্বংসস্তূপ থেকেও উমরের দেহ শনাক্ত করতে সাহায্য করেছিল ওই কালো জুতো। নিকটবর্তী একটি গাছ থেকে পাওয়া গিয়েছিল উমরের মেরুন শার্টের টুকরো। ফরেন্সিক পরীক্ষার জন্য এই সমস্ত নমুনা সংগ্রহ করা হয়। শেষমেশ উমরের মায়ের কাছ থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর পরিচিতি নিশ্চিত করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে ছড়িয়েছিটিয়ে পড়েছিল দেহাংশ। উদ্ধারকাজের তৎপরতার মাঝেই পুলিশের এক আধিকারিক সাদা হুন্ডাই গাড়িটির ধ্বংসাবশেষের মধ্যে কালো স্পোর্ট্‌স শু দেখতে পান। কিছু ক্ষণ খোঁজাখুঁজির পর নিকটবর্তী একটি গাছের ডালে পাওয়া যায় মেরুন কাপড়ের টুকরো। বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজে উমরকে যতটুকু দেখা গিয়েছিল, তাতে তাঁর শার্টের রঙের সঙ্গে ওই কাপড়ের টুকরোর রঙ মিলে গিয়েছে। ১০০ শতাংশ নিশ্চিত হতে এর পর ডিএনএ পরীক্ষার বন্দোবস্ত করেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় একাধিক নমুনা।

দিল্লির ঘটনাকে ইতিমধ্যে সন্ত্রাসবাদী হামলার তকমা দিয়েছে কেন্দ্রীয় সরকার। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত করা বিস্ফোরক পরীক্ষা করার সময় জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে নওগাম থানায় আরও একটি বিস্ফোরণ ঘটেছে। তাতে মৃত্যু হয়েছে ন’জনের। অধিকাংশই পুলিশ এবং ফরেন্সিক আধিকারিক।

Advertisement
আরও পড়ুন