India- China

‘ভারত-চিন সম্পর্কে উন্নতি হয়েছে গত এক বছরে’, চিনা বিদেশমন্ত্রী ওয়াংকে বললেন প্রধানমন্ত্রী মোদী

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, চিনা বিদেশমন্ত্রীকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গুরুত্ব দিয়েছেন সীমান্ত সমস্যার ‘ন্যায্য, যুক্তিসঙ্গত এবং পারস্পরিক ভাবে গ্রহণযোগ্য’ সমাধানের প্রতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ২২:৫১
(বাঁ দিকে) ওয়াং ই এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)।

(বাঁ দিকে) ওয়াং ই এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)। ছবি: পিটিআই।

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার দু’দিনের ভারত সফরের দ্বিতীয় তথা শেষ দিনে মোদীর বাসভবনে দু’জনের বৈঠক হয়। বিদেশমন্ত্রক সূত্রের খবর, চিনা বিদেশমন্ত্রীকে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার উপর জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গুরুত্ব দিয়েছেন, সীমান্ত সমস্যার ‘ন্যায্য, যুক্তিসঙ্গত এবং পারস্পরিক ভাবে গ্রহণযোগ্য’ সমাধানের প্রতি। ওয়াংকে বলেছেন, ভারত প্রতিশ্রুতি পালনে দৃঢ়প্রতিজ্ঞ।

Advertisement

বিদেশমন্ত্রকের ওই বিবৃতি জানাচ্ছে, ওয়াংকে মোদী বলেছেন, পরস্পরের স্বার্থ এবং সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধার কারণে গত বছর থেকে ভারত-চিন সম্পর্কের সুস্থিত অগ্রগতি হয়েছে। স্থিতিশীল ও গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তরফে পাঠানো আসন্ন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্রও মোদীর হাতে তুলে দেন ওয়াং। বিদেশমন্ত্রক জানাচ্ছে, মোদী আমন্ত্রণ গ্রহণ করেছেন। নয়াদিল্লি-ওয়াশিংটন শুল্কযুদ্ধের আবহে মোদী-ওয়াংয়ের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

ভারত সফরে এসে সোমবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছিলেন ওয়াং। মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদীর পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেন তিনি। প্রায় চার বছরের টানাপড়েনের পরে গত অক্টোবরে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি)-য় উত্তেজনা কমাতে ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছনো’ (ডিসএনগেজমেন্ট)-র প্রক্রিয়া শেষের পরে তাঁদের মধ্যে ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন)-র প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ডোভাল বৈঠকে ওয়াংকে জানিয়েছেন, এসসিও-র শীর্ষ সম্মেলনে যোগ দিতে চিনে যাবেন মোদী। ৩১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিয়ানজিনে হবে ওই শীর্ষ সম্মেলন। মোদীর চিন সফরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়াং।

Advertisement
আরও পড়ুন