Indian Economy Development

২০৩০ সালের মধ্যেই তৃতীয় স্থানে, জাপানের পরে ভারত এ বার টপকাতে চলেছে জার্মানির অর্থনীতিকে, দাবি সরকারের

শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি এবং ধারাবাহিক সংস্কার কর্মসূচির ফলশ্রুতি। ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় জিডিপি ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় প্রান্তিকে ৮.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisement
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ২২:৫০
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

সামনে থাকবে শুধু আমেরিকা আর চিন। চলতি বছরেই জাপানকে চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হয়েছে ভারত। আগামী তিন বছরের মধ্যেই জার্মানিকে ছাপিয়ে ভারত তৃতীয় স্থানে পৌঁছবে বলে মঙ্গলবার দাবি করল নরেন্দ্র মোদীর সরকার।

Advertisement

সরকারি বিবৃতিতে বলা হয়েছে— শক্তিশালী অভ্যন্তরীণ বাজার এবং সুস্থায়ী পরিকাঠামোগত সংস্কারের মাধ্যমে দ্রুততম বিকাশশীল অর্থনীতি হিসেবে অবস্থান অব্যাহত রেখেছে দেশ। ২০৩০ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় স্থান অধিকার করবে বলে অনুমান করা হচ্ছে।’’ বর্তমানে ভারতীয় অর্থনীতির বহর ৪.১৮ লক্ষ কোটি ডলার। চলতি বছরের গোড়ায় অর্থনীতি সমীক্ষক সংস্থা ‘মর্গান স্ট্যানলি’ পূর্বাভাস দিয়েছিল আর মাত্র তিন বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। তাদের রিপোর্টে জানানো হয়েছিল, ২০২৮ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি ৫.৭ লক্ষ কোটি ডলারে গিয়ে পৌঁছবে।

মঙ্গলবার প্রকাশিত সরকারি বিবৃতি দাবি, ২০৩০ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি ৭.৩ লক্ষ কোটি মার্কিন ডলারের জিডিপিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। যা শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি এবং ধারাবাহিক সংস্কার কর্মসূচির ফলশ্রুতি। ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় জিডিপি ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় প্রান্তিকে ৮.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ এবং আগের অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে ৭.৪ শতাংশ ছিল। বিশ্বব্যাপী বাণিজ্য অনিশ্চয়তা সত্ত্বেও গত ছ’টি ত্রৈমাসিকের মধ্যে এই বৃদ্ধির হার সর্বোচ্চ। প্রসঙ্গত, কয়েক মাস আগে নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যন দাবি করেছিলেন, ২০৪৭-এর মধ্যে ভারত হয়ে উঠবে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।

Advertisement
আরও পড়ুন