প্রজাতন্ত্র দিবসের প্যারাডে যুদ্ধবিমানের প্রদর্শনী করবে ভারতীয় বায়ুসেনা। —ফাইল চিত্র।
প্রজাতন্ত্র দিবসের প্যারাডে ভারতীয় বায়ুসেনার বিশেষ উদ্যোগ। গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা যুদ্ধবিমানগুলি ওড়ানো হবে দিল্লির আকাশে। থাকবে রাফাল, মিগ-সহ মোট সাতটি যুদ্ধবিমান।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘সিঁদুর’ অভিযানে ঠিক যে ভাবে যুদ্ধবিমানগুলিকে ব্যবহার করা হয়েছিল, যে ভাবে সেগুলি রণসজ্জায় সেজেছিল, ঠিক সে ভাবেই প্রজাতন্ত্র দিবসেও সাজানো হবে। প্রজাতন্ত্র দিবসের প্যারাডে যুদ্ধবিমানগুলির প্রদর্শনী হবে। প্রকাশ্যে এসেছে সেই রণসজ্জাও।
প্যারাডের প্রদর্শনীতে থাকবে দু’টি রাফাল, দু’টি মিগ-২৯, দু’টি সুখোই-৩০ এবং একটি জাগুয়ার যুদ্ধবিমান। প্রথম সারিতে একটি, পরের সারিতে একটি, তার পরের সারিতে দু’টি এবং শেষ সারিতে তিনটি বিমান রেখে রণসজ্জা প্রস্তুত করা হতে পারে। কী ভাবে পাকিস্তানেরস বিরুদ্ধে যুদ্ধবিমানগুলিকে ব্যবহার করা হয়েছিল, তা প্রজাতন্ত্র দিবসেই সকলে দেখতে পাবেন।
গত বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনা। সিঁদুর অভিযানে ধ্বংস করা হয়েছিল একাধিক পাক জঙ্গি ঘাঁটি। তার পরে পাকিস্তানও জবাব দেয় এবং দুই দেশের মধ্যে টানা চার দিন ধরে সশস্ত্র সংঘর্ষ চলেছিল। পরে সংঘর্ষবিরতিতে উভয়পক্ষ সম্মত হলেও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও তলানিতে। পাকিস্তান একাধিক বার দাবি করেছে, সিঁদুর অভিযানের সময় ভারতের একাধিক যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে। কিন্তু তার প্রমাণ দেখাতে পারেনি। পাকিস্তানের বিরুদ্ধে ওই অভিযানে ভারত যে যুদ্ধবিমান হারিয়েছে, তা মেনে নিয়েছিলেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানও। তবে ধ্বংসপ্রাপ্ত যুদ্ধবিমানের সংখ্যা প্রকাশ্যে আসেনি।