Rajasthan Woman Raped

রাজস্থানে পার্টি শেষে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় সংস্থার সিইও-সহ তিন

বুধবার পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ২০ ডিসেম্বর। ওই দিন সংশ্লিষ্ট সংস্থার অনেকে মিলে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সকলেই দেদার মদ্যপান করেছিলেন। পার্টি শেষে বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে নির্যাতিতাকে গাড়িতে তুলে নেন তিন জন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তথ্যপ্রযুক্তি সংস্থার ম্যানেজারকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানে! গত সপ্তাহে রাজস্থানের উদয়পুরে ঘটনাটি ঘটেছে। অভিযোগের আঙুল উঠেছে ওই সংস্থারই সিইও-সহ তিন জনের দিকে। ইতিমধ্যে তিন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement

গত শনিবার সন্ধ্যায় একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ওই যুবতী। পার্টি শেষ হতে হতে রাত প্রায় দেড়টা বেজে যায়। সে সময় বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে যুবতীকে নিজেদের গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান সংস্থার মহিলা এগ‌্‌জিকিউটিভ ডিরেক্টর ও তাঁর স্বামী। গাড়িতে সংস্থার সিইও-ও ছিলেন। এর পরেই চলন্ত গাড়িতে যুবতীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

বুধবার পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ২০ ডিসেম্বর। ওই দিন সংশ্লিষ্ট সংস্থার অনেকে মিলে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। সকলেই দেদার মদ্যপান করেছিলেন। পার্টি শেষে বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে নির্যাতিতাকে গাড়িতে তুলে নেন তিন জন। অভিযোগ, মাঝপথে গাড়ি থামিয়ে একটি দোকান থেকে সিগারেট জাতীয় কোনও পদার্থ কিনে তা নির্যাতিতাকে খাওয়ানো হয়। অভিযোগকারিণীর দাবি, এটি খাওয়ার পর তিনি অচৈতন্য হয়ে পড়েন। পরদিন সকালে জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন, যৌন নির্যাতন করা হয়েছে তাঁকে।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সংস্থার সিইও, ওই মহিলা ও তাঁর স্বামীকে আটক করা হয়েছে। উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল পিটিআই-কে বলেন, ‘‘তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’ নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হয়েছে। সেই রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন