Karnataka Man Died

বন্ধুদের সঙ্গে ১০ হাজার টাকা বাজি ধরে পর পর পাঁচ বোতল মদ্যপান! গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু যুবকের

পুলিশ সূত্রে খবর, বাজি ধরে কার্তিক পর পর চার বোতল মদ্যপান করেন। কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন। কিন্তু বাজি জেতার লক্ষ্যে আরও এক বোতল মদ্যপান করেন কার্তিক। আরও অসুস্থ হয়ে পড়েন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১০:৫৩
অতিরিক্ত মদ্যপান করে যুবকের মৃত্যু কর্নাটকে। ছবি: সংগৃহীত।

অতিরিক্ত মদ্যপান করে যুবকের মৃত্যু কর্নাটকে। ছবি: সংগৃহীত।

বন্ধুদের সঙ্গে বাজি ধরে মদ্যপান করে মৃত্যু হল কর্নাটকের এক যুবকের। মৃতের নাম কার্তিক (২১)। পুলিশ সূত্রে খবর, বন্ধু বেঙ্কট রেড্ডি, সুব্রামণি-সহ ছয় বন্ধুর সঙ্গে মদের আসরে বসেছিলেন কার্তিক। আড্ডার সময় হঠাৎ প্রসঙ্গ ওঠে, কে কত মদ্যপান করতে পারে। আর সেই প্রসঙ্গ উঠতেই কার্তিক দাবি করেন, তিনি এ ব্যাপারে সব বন্ধুদের হারিয়ে দিতে পারেন।

Advertisement

আর এখান থেকেই বাজি ধরে মদ্যপান করার ‘প্রতিযোগিতা’ শুরু হয় কার্তিক এবং তাঁর বন্ধুদের। পুলিশ সূত্রে খবর, কার্তিক বন্ধুদের জানান, তিনি পর পর পাঁচ বোতল মদ্যপান করতে পারবেন। তার জন্য বন্ধুদের সঙ্গে ১০ হাজার টাকা বাজিও ধরেন। কার্তিকের বন্ধু বেঙ্কট কার্তিককে জানান, তিনি যদি ওই পাঁচ বোতল মদ এক বারে শেষ করতে পারেন, তা হলে ১০ হাজার নগদ দেবেন। কার্তিকও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন।

পুলিশ সূত্রে খবর, বাজি ধরে কার্তিক পর পর চার বোতল মদ্যপান করেন। কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন। কিন্তু বাজি জেতার লক্ষ্যে আরও এক বোতলমদ্যপান করেন কার্তিক। তার পর আরও অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন কার্তিকের মৃত্যু হয়। এই ঘটনার পরই কার্তিকের ছয় বন্ধুর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে কার্তিকের পরিবার। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বেঙ্কট এবং সুব্রামণিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এক বছর আগে বিয়ে করেছিলেন কার্তিক। আট দিন আগেই তাঁর স্ত্রী এক সন্তানের জন্ম দেন। কার্তিকের মৃত্যুতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে পরিবার।

Advertisement
আরও পড়ুন