Indigo Flight

‘বোমাতঙ্ক’! কুয়েত থেকে দিল্লি যাওয়ার পথে অহমদাবাদে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

সূত্রের খবর, বিমানের এক যাত্রী একটি চিরকূট দেখতে পান। তাতে লেখা ছিল, বিমানের ভিতরে বোমা রয়েছে। সেই থেকে ছড়ায় আতঙ্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৯:০৪

— প্রতীকী চিত্র।

কুয়েত থেকে দিল্লি যাচ্ছিল ইন্ডিগো সংস্থার একটি বিমান। শুক্রবার সকালে সেটি অহমদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বোমাতঙ্কের জেরে বিমানটি তড়িঘড়ি অবতরণ করানো হয়। যদিও বিমানে সন্দেহজনক কিছু মেলেনি বলেই খবর।

Advertisement

অহমদাবাদ বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে সেখানে অবতরণ করেছে বিমানটি। সওয়ার ছিলেন ১৮০ জন যাত্রী। সূত্রের খবর, বিমানের এক যাত্রী একটি চিরকূট দেখতে পান। তাতে লেখা ছিল, বিমানের ভিতরে বোমা রয়েছে। সেই থেকে ছড়ায় আতঙ্ক। পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন। তার পরেই বিমানটি অবতরণ করানো হয় অহমদাবাদ বিমানবন্দরে।

যাত্রীরা নিরাপদে বিমান থেকে নেমে যান। তার পরেই বিমানে শুরু হয় তল্লাশি। বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, বিমানে সন্দেহজনক কিছু মেলেনি। চূড়ান্ত অনুমতি পেয়ে গেলে শীঘ্রই বিমানটি উড়ে যাবে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, প্রোটোকল মেনেই বিমানটি অবতরণ করেছে। কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

দিন কয়েক আগে দিল্লি থেকে বাগডোগরার পথে উড়েছিল ইন্ডিগো সংস্থার একটি বিমান। বোমাতঙ্কের কারণে লখনউয়ে জরুরি অবতরণ করে সেই বিমান। তাতে সওয়ার ছিলেন ২৩৮ জন যাত্রী।

Advertisement
আরও পড়ুন