Noida

হাত-পা বাঁধা! নয়ডার ভাগাড়ে পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হল তরুণীর আধপোড়া দেহ, পরিচয় নিয়ে ধন্দ

শনিবার সকালে নয়ডার সেক্টর ১৪২ এলাকার একটি ভাগাড় থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্য কোথাও খুনের পর তরুণীর দেহটি ভাগাড়ে ফেলে গিয়েছে অপরাধীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:১০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বয়স ২২ বা ২৩। হাত-পা বাঁধা। মুখের বেশির ভাগ অংশে পোড়া দাগ। নয়ডার এক ভাগাড় থেকে শনিবার এই অবস্থাতেই উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক তরুণীর দেহ।

Advertisement

শনিবার সকালে নয়ডার সেক্টর ১৪২ এলাকার একটি ভাগাড় থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্য কোথাও খুনের পর তরুণীর দেহটি ভাগাড়ে ফেলে গিয়েছে অপরাধীরা। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে আবর্জনার স্তূপের মধ্যে একটি বড়সড় ব্যাগ চোখে পড়ে তাঁদের। ব্যাগ খুলতেই দেখা যায়, ভিতরে রয়েছে এক তরুণীর দেহ। মৃতদেহের হাত-পা বাঁধা ছিল। মুখে পোড়া দাগও ছিল। সঙ্গে সঙ্গে স্থানীয়েরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সেক্টর ১৪২ থানার পুলিশ। পৌঁছোন ফরেন্সিক বিশেষজ্ঞেরাও। তরুণীর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। তবে তাঁর পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দেহটি কখন, কী ভাবে ভাগাড়ে ফেলে দেওয়া হয়, তা-ও জানার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ। পুলিশ আধিকারিক সন্তোষ কুমার বলেন, “শনিবার দুপুরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছোয়। ফরেন্সিক দলও ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করে। কী ভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মহিলার পরিচয় নিশ্চিত করার জন্য একটি তদন্ত দল গড়া হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন