Goa Night Club Incident

অবশেষে দেশে ফেরানো হল লুথরা ভাইদের, দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করল গোয়া পুলিশ

গত ৬ ডিসেম্বর মধ্যরাতে গোয়ার বাগা সমুদ্রসৈকতে আরপোরার নৈশক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়। তার কয়েক ঘণ্টা পরেই ভারত ছেড়ে পালান সৌরভ ও গৌরব। অবশেষে তাঁদের দেশে ফেরানো হল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৫:২৫
Luthra brothers arrested after brought back to India from Thailand

ভারতে ফেরানো হল লুথরা ভাইদের। ছবি: সংগৃহীত।

অবশেষে ভারতে ফেরানো হল গোয়ার পুড়ে যাওয়া সেই নৈশক্লাবের দুই মালিক সৌরভ ও গৌরব লুথরাকে। দিল্লি বিমানবন্দরে নামতেই তাঁদের গ্রেফতার করল গোয়া পুলিশ।

Advertisement

গত ৬ ডিসেম্বর মধ্যরাতে গোয়ার বাগা সমুদ্রসৈকতে আরপোরার নৈশক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়। তার কয়েক ঘণ্টা পরেই ভারত ছেড়ে পালান সৌরভ ও গৌরব। তদন্তে জানা যায়, সেই রাতেই ইন্ডিগোর বিমানে তাইল্যান্ডে চলে গিয়েছেন তাঁরা। তার পর থেকেই তাঁদের ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। দুই ভাইয়ের খোঁজে প্রথমে ইন্টারপোলের দ্বারস্থ হয় গোয়া পুলিশ। ইন্টারপোলের তরফে লুথরা ভাইদের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করা হয়। গোয়া পুলিশও লুক আউট সার্কুলার (এলওসি) জারি করে। এর মাঝে আবার ব্যাঙ্ককের ভারতীয় দূতাবাস যোগাযোগ করে তাইল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে। সেই কাজে তাইল্যান্ড কর্তৃপক্ষও পূর্ণ সহযোগিতা করেন। প্রথমে দুই অভিযুক্তের পাসপোর্ট ও ভিসা বাতিল করা হয়। তার পর ৯ ডিসেম্বর ফুকেতের একটি হোটেল থেকে তাঁদের আটক করে তাইল্যান্ডের অভিবাসন দফতর।

তার পরই লুথরা ভাইদের ভারতে প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছিল ভারত সরকার। দিন দুয়েক আগেই তাইল্যান্ড কর্তৃপক্ষের তরফে প্রত্যর্পণের বিষয়ে সবুজ সঙ্কেত মেলে। ছাড়পত্র পাওয়ার পর মঙ্গলবার সকালে তাইল্যান্ডের ব্যাঙ্কক বিমানবন্দরে আনা হয় তাঁদের। তার পর ইন্ডিগোর বিমানে লুথরা ভাইদের ফিরিয়ে আনা হয় ভারতে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামামাত্রই লুক আউট সার্কুলারের শর্ত অনুযায়ী তাঁদের গ্রেফতার করা হয়। এ বার তাঁদের হাজির করানো হবে দিল্লির পটীয়ালা হাউস কোর্টে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
আরও পড়ুন