Train Derailed in Odisha

ওড়িশায় লাইনচ্যুত শালিমার-সম্বলপুর মহিমা গোসাঁই এক্সপ্রেস, গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলকর্তারা এবং উদ্ধারকারী দল। তবে ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১২:০৮
লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস। ছবি: সংগৃহীত।

লাইনচ্যুত শালিমার-সম্বলপুর এক্সপ্রেস। ছবি: সংগৃহীত।

ওড়িশায় লাইনচ্যুত হল হাওড়ার সম্বলপুর-শালিমার এক্সপ্রেস (২০৮৩১)। এটিকে আবার মহিমা গোসাঁই এক্সপ্রেসও বলা হয়। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে সম্বলপুরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলকর্তারা এবং উদ্ধারকারী দল। তবে ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

Advertisement

রেল সূত্রে খবর, বৃহস্পতিবারের এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। সকলেই সুরক্ষিত আছেন। ট্রেনটি সকাল ৯টা ১৮ মিনিটে সম্বলপুর সিটি স্টেশন ছাড়ে। তার চার মিনিট পরই, অর্থাৎ ৯টা ২২ মিনিট নাগাদ লাইনচ্যুত হওয়ার খবর আসে। সেই খবর পেয়েই তড়িঘড়ি রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।

রেল জানিয়েছে, ট্রেনের একটি অসংরক্ষিত (জেনারেল) কামরার চাকা লাইনচ্যুত হয়েছে। সম্বলপুর সিটি স্টেশন সবেমাত্র ছেড়ে খুব ধীর গতিতে এগোচ্ছিল ট্রেনটি। তখনই এই ঘটনা ঘটে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এক যাত্রীর দাবি, হঠাৎই একটা ঝাঁকুনির পর ট্রেনটি থেমে যায়। অনেকেই ভেবেছিলেন যে, সিগন্যাল না পাওয়ার কারণে বোধহয় ট্রেন থেমেছে। কিন্তু পরে জানা যায়, ট্রেনের একটি অসংরক্ষিত কামরার চাকা লাইনচ্যুত হয়েছে। এই ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচল সাময়িক ভাবে ব্যাহত হয়। লাইনচ্যুত কামরা থেকে যাত্রীদের নামিয়ে অন্য কামরায় তোলা হয়। তার পর ট্রেনটিকে সম্বলপুরের উদ্দেশে রওনা করানো হয়।

Advertisement
আরও পড়ুন