Death of Mother and Son in Noida

মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাঁচাতে ১৩ তলা থেকে মরণঝাঁপ মায়ের! নয়ডায় জোড়া মৃত্যুতে চাঞ্চল্য

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, নিহত মা ও ছেলের নাম যথাক্রমে সাক্ষী চাওলা (৩৮) এবং দক্ষ চাওলা (১২)। নয়ডার গৌতম বুদ্ধ নগরের একটি আবাসনে থাকতেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৫
বহুতলের ১৩ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মা-ছেলের।

বহুতলের ১৩ তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মা-ছেলের। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

সন্তানকে বাঁচাতে বহুতল আবাসনের ১৩ তলা থেকে ঝাঁপ দিলেন মা! মৃত্যু হল মা-ছেলে দু’জনেরই। শনিবার উত্তরপ্রদেশের নয়ডায় ঘটনাটি ঘটেছে। কী ভাবে ওই যুবতী ও তাঁর সন্তান উপর থেকে পড়ে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, নিহত মা ও ছেলের নাম যথাক্রমে সাক্ষী চাওলা (৩৮) এবং দক্ষ চাওলা (১২)। নয়ডার গৌতম বুদ্ধ নগরের একটি আবাসনে থাকতেন তাঁরা। বিসরাখ থানার পুলিশ আধিকারিক মনোজ কুমার সিংহ জানিয়েছেন, শনিবার দুপুরে আচমকা দু’জনে পর পর আচমকা আবাসনের ১৩ তলা থেকে ঝাঁপ দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১২ বছর বয়সি ওই কিশোর ছিল মানসিক ভারসাম্যহীন। শনিবার সকালে হঠাৎ দক্ষকে ছুটে এসে তার ফ্ল্যাটের বারান্দা থেকে লাফ দিতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। সন্তানকে বাঁচাতে প্রায় সঙ্গে সঙ্গেই ঝাঁপ দেন তার মা। কিন্তু দু’জনেই নীচে পড়ে মারা যান। ঘটনার সময় দক্ষের বাবা দর্পণ চাওলা বাড়িরই অন্য ঘরে ছিলেন। শব্দ পেয়ে ছুটে এসে তিনি দেখেন, স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন