Operation Sindoor

ঝামেলা চায় না ভারত, তবে পাকিস্তান অশান্তি বাধালে ‘প্রত্যাঘাত’ হবেই, জানিয়ে দিলেন ডোভাল

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি এলাকায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের একাধিক ঘাঁটি। সেই আবহেই ভোরে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা তথা বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন ডোভাল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৭:৩৮
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। — ফাইল চিত্র।

ভারত ঝামেলা চায় না। তবে পাকিস্তান যদি উত্তেজনা সৃষ্টি করে, তা হলে থেমে থাকবে না ভারতও। বুধবার দুপুরে এমনটাই জানিয়ে দিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানালেন, পাকিস্তান অশান্তি বাধানোর চেষ্টা করলে কড়া পদক্ষেপ করবে ভারত।

Advertisement

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ন’টি এলাকায় হামলা চালিয়েছে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের একাধিক ঘাঁটি। সেই আবহেই ভোরে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা তথা বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন ডোভাল। তার পর একে একে কথা বলেন ব্রিটেন, সৌদি আরব, জাপান, রাশিয়া এবং ফ্রান্স-সহ বিভিন্ন দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গেও। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিভিন্ন দেশের প্রতিনিধিদের ডোভাল স্পষ্ট জানিয়েছেন, ভারতের অহেতুক উত্তেজনা ছড়ানোর কোনও ইচ্ছা নেই। তবে পাকিস্তান যদি এমন কাজ করে, তবে ভারতও ‘প্রতিশোধ’ নিতে প্রস্তুত।

রুবিও ছাড়াও ব্রিটেনের জোনাথন পাওয়েল, সৌদি আরবের মুসাইদ আল আইবান, সংযুক্ত আরব আমিরশাহির এইচএইচ শেখ তাহনুন এবং জাপানের মাসাতাকা ওকানোর সঙ্গে কথা হয়েছে ডোভালের। এক সরকারি আধিকারিকের কথায়, ‘‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ‘অপারেশন সিঁদুরে’র পরেই সংশ্লিষ্ট দেশগুলির নিরাপত্তা উপদেষ্টাদের ভারতের করা পদক্ষেপ এবং হামলার পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন। ডোভাল জোর দিয়ে বলেছেন, ভারতের উত্তেজনা বৃদ্ধির কোনও ইচ্ছা নেই। পাশাপাশি, এ-ও জানিয়েছেন, ও পার থেকে কোনও রকম প্ররোচনা এলে ভারত কড়া প্রত্যাঘাতের জন্য প্রস্তুত।’’ এ ছাড়া রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর কূটনৈতিক পরামর্শদাতা ইমানুয়েল বনের সঙ্গেও কথা হয়েছে ডোভালের।

‘অপারেশন সিঁদুরে’র পর পরই কাজে নেমে পড়েন ডোভাল। এই অভিযানের আগে গত ৪৮ ঘণ্টায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও বসেছিলেন। এর পর মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়। নয়াদিল্লিতে রাত জেগে ‘অপারেশন সিঁদুর’-এর উপর কড়া নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। আর ধারাবাহিক ভাবে তাঁকে পরিস্থিতি সম্পর্কে খবরাখবর দিয়ে গিয়েছিলেন ডোভাল। ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং গোয়েন্দা দফতরের উচ্চপদস্থ আধিকারিকেরাও।

Advertisement
আরও পড়ুন