Drowning Death

তৃণমূলের সভায় যোগ দিতে গিয়ে অঘটন, ডুবে মৃত্যু শাসকদলের কর্মীর!

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম ইন্দ্রজিৎ মণ্ডল। বছর ত্রিশের ওই যুবক তাঁদের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সোমবার হিঙ্গলগঞ্জের বায়লানি এলাকায় তৃণমূলের একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ২০:২৮
drowning death

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দলীয় বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার খাপুকুর এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম ইন্দ্রজিৎ মণ্ডল। বছর ত্রিশের ওই যুবক তাঁদের সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সোমবার হিঙ্গলগঞ্জের বায়লানিতে দলের একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। টোটো চেপে আরও কর্মী-সমর্থক যাচ্ছিলেন সভায়। তাড়াতাড়ি যাতে যেতে পারেন, সে জন্য দৌড়ঝাঁপ করে একটি টোটো ধরতে যাচ্ছিলেন ইন্দ্রজিৎ। কিন্তু দৌড়োতে গিয়ে রাস্তার ধারা পুকুরে পড়ে যান। ওই সময়ে সংশ্লিষ্ট জায়গায় কেউ ছিলেন না। তাই সাঁতার না জানা যুবক জলে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যান।

কয়েক ঘণ্টা পেরিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা পুকুরে পা ধুতে গিয়ে ইন্দ্রজিতের দেহ দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি করেন। যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত তৃণমূল কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয়েরা। তৃণমূলের হাসনাবাদ ব্লক সভাপতি আনন্দ সরকার জানান, দলের পক্ষ থেকে সাহায্য করা হবে। তিনি বলেন, ‘‘মৃত কর্মীর পরিবারের পাশে সর্বদা আমরা আছি। যা ঘটেছে তা মর্মান্তিক। একজন সক্রিয় কর্মীকে হারালাম আমরা।’’

Advertisement
আরও পড়ুন