ISI Spy Arrested in Delhi

ভারতে বড় নাশকতার ছক! দিল্লি থেকে ধৃত আইএসআই এজেন্ট, পাকিস্তানে পালানোর আগেই গ্রেফতার নেপালি বংশোদ্ভূত চর

গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁওয়ের আগে দেশে বড় নাশকতার ছক কষেছিল আইএসআই। দায়িত্ব দেওয়া হয়েছিল আনসারুলকে। দিল্লির একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১১:৫৬
দিল্লি থেকে গ্রেফতার পাক গুপ্তচর। প্রতীকী ছবি।

দিল্লি থেকে গ্রেফতার পাক গুপ্তচর। প্রতীকী ছবি।

পহেলগাঁওয়ে হামলার আগে ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। দিল্লি থেকে আইএসআই-এর এক এজেন্টের গ্রেফতারিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের নাম আনসারুল মিঁয়া আনসারি। সূত্রের খবর, ধৃত এই ব্যক্তি নেপালি বংশোদ্ভূত। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গোয়েন্দা সূত্রে খবর, পহেলগাঁওয়ের আগে দেশে বড় নাশকতার ছক কষেছিল আইএসআই। দায়িত্ব দেওয়া হয়েছিল আনসারুলকে। দিল্লির একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এ বছরের জানুয়ারি থেকে রাজধানী জুড়ে বিশেষ অভিযানে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং দিল্লি পুলিশের বিশেষ সেল। সেই অভিযানের সময়েই আনসারুলের হদিস পান গোয়েন্দারা। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, আইএসআই-এর মদতে পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছিলেন আনসারি। পাকিস্তানে পালানোর চেষ্টাও করছিলেন। কিন্তু তার আগেই তাঁকে ধরে ফেলে পুলিশ। সূত্রের খবর, জেরায় আনসারি জানিয়েছেন, কোথায় কোথায় তাদের জাল বিছিয়ে রেখেছে আইএসআই। তা-ই নয়, প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সেগুলি পাকিস্তানে পাচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। আনসারির কাছ থেকে উদ্ধার হওয়া নথি এবং ‘ডিজিটাল ডিভাইস’-এর ফরেন্সিক পরীক্ষা করানো হয়েছে। সূত্রের খবর, সেখান থেকে ভারতের সশস্ত্র বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।

গোয়েন্দা সূত্রের খবর, কাতারে ট্যাক্সিচালকের কাজ করতেন আনসারি। সেই সময় পাক ‘হ্যান্ডলার’-এর সঙ্গে তাঁর যোগাযোগ হয়। কাতার থেকে তার পর পাকিস্তানে যান আনসারি। সেখানে চরবৃত্তির প্রশিক্ষণ নেওয়ার পর তাঁকে ভারতে পাঠায় আইএসআই। আনসারিকে জেরা করে আরও এক সন্দেহভাজন আখলাক আজ়ম নামে এক ব্যক্তিকে রাঁচী থেকে গ্রেফতার করা হয়েছে। আজ়মই আনসারিকে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য জোগাড়ে মদত দিতেন। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, পহেলগাঁওয়ের আগে ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক কষেছিল আইএসআই। আর কারা ‘স্লিপার সেল’ হিসাবে কাজ করছে, তাদের হদিস পেতে ধৃত আনসারি এবং আজ়মকে জেরা করে জানার চেষ্টা চলছে বলে সূত্রের খবর।

Advertisement
আরও পড়ুন