Digital Arrest in Noida

পহেলগাঁওয়ের জঙ্গিদের টাকা দিয়েছেন? বৃদ্ধাকে হঠাৎ ফোন, ২৩ দিনে খোয়া গেল ৪৪ লক্ষ!

উত্তরপ্রদেশের নয়়ডার বাসিন্দা ৭৬ বছরের বৃদ্ধাকে টানা ২৩ দিন ধরে ডিজিটাল গ্রেফতার করে রাখা হয়েছিল। সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে তিনি ৪৪ লক্ষ টাকা হারিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪০
নয়ডায় বৃদ্ধার থেকে ৪৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

নয়ডায় বৃদ্ধার থেকে ৪৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। (এআই সহায়তায় প্রণীত)

পহেলগাঁও হামলার নাম করে এক বৃদ্ধার কাছ থেকে ৪৪ লক্ষ টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা। বৃদ্ধাকে বলা হল, পহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে যে জঙ্গিরা জড়িত ছিল, তাদের টাকা দিয়ে সাহায্য করেছেন তিনি। তাঁর নামে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন জায়গায় নাকি টাকা পাঠানো হয়েছে। এমনকি, মাদক পাচার, হাওয়ালা এবং অনলাইন জুয়া খেলার অভিযোগও তোলা হয়েছে বৃদ্ধার নামে। পুলিশ সেজে তাঁকে ফোন করেছিল দুষ্কৃতীরা। ২৩ দিন ধরে বৃদ্ধাকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখা হয়েছিল। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এখনও অপরাধীদের খোঁজ মেলেনি।

Advertisement

উত্তরপ্রদেশের নয়়ডার বাসিন্দা ৭৬ বছরের সরলা দেবী প্রথম ফোনটি পান গত ১৮ জুলাই। নেহা নামের এক তরুণী এয়ারটেলের কর্মী হিসাবে তাঁকে ফোন করেন এবং জানান, মুম্বইয়ের একটি এলাকায় তাঁর নম্বরটি সক্রিয়। সেই নম্বর অনলাইনে জুয়া খেলা এবং ব্ল্যাকমেলের মতো অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। তাই ওই নম্বর চালু রাখার জন্য মুম্বই পুলিশের অনুমতি লাগবে। এর পর এক ব্যক্তি মুম্বই পুলিশের এসিপি সেজে বৃদ্ধাকে ভিডিয়ো কল করেন। তাঁর পরনে ছিল পুলিশের পোশাক। ‘পুলিশ’ বৃদ্ধাকে জানায়, তাঁর নামে মুম্বইয়ে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

পহেলগাঁওয়ের জঙ্গিদের সঙ্গে বৃদ্ধার নামে খোলা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির যোগাযোগ রয়েছে বলে দাবি করে দুষ্কৃতীরা। ‘পুলিশ’ জানায়, তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এতে বৃদ্ধা ভয় পেয়ে যান। সেই সুযোগকে কাজে লাগিয়ে টানা ২৩ দিন ধরে দফায় দফায় তাঁর কাছ থেকে টাকা আদায় করে নেওয়া হয়। ২০ জুলাই থেকে ১৩ অগস্ট পর্যন্ত ৪৪ লক্ষ টাকা হারানোর পর সাহস করে থানায় যান বৃদ্ধা। বুঝতে পারেন, এত দিন ধরে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। নয়ডার সেওয়ার থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও কাউকে ধরা যায়নি। বৃদ্ধার অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement
আরও পড়ুন