Tourist Death

বরফ ভেঙে হ্রদের জলে, মৃত ১ ছাত্র, নিখোঁজ সঙ্গী

সেনাবাহিনী জানায়, ১৩,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত সে লা হ্রদে আজ সকালে বেড়াতে আসেন কেরলের সাত শিক্ষার্থী। তাঁদের মধ্যে এক জন সরোবরের জমাট জলের উপরে ট্রাইপড বসিয়ে ছবি তোলার চেষ্টা করার সময়ে বরফ ভেঙে ভিতরে ঢুকে যান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৮:০৫

— প্রতীকী চিত্র।

অরুণাচলের তাওয়াং যাওয়ার পথে জনপ্রিয় পর্যটনস্থল সে লা হ্রদের জমাট বাঁধা জলের উপরে ছবি তুলতে গিয়ে তলিয়ে গেলেন তিন ছাত্র। দু’জনকে প্রাথমিক ভাবে উদ্ধার করা গেলেও মারা গেলেন তাঁদের মধ্যে এক জন। তৃতীয় জনের খোঁজ মেলেনি।

সেনাবাহিনী জানায়, ১৩,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত সে লা হ্রদে আজ সকালে বেড়াতে আসেন কেরলের সাত শিক্ষার্থী। তাঁদের মধ্যে এক জন সরোবরের জমাট জলের উপরে ট্রাইপড বসিয়ে ছবি তোলার চেষ্টা করার সময়ে বরফ ভেঙে ভিতরে ঢুকে যান। তাঁকে বাঁচাতে গিয়ে বরফ ভেঙে জলে ঢুকে যান আরও দুই ছাত্র।

খবর পেয়েই সেনার গজরাজ কোরের অধীন একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে আসেন ডুবুরিরাও। হাত লাগায় পুলিশ ও প্রশাসন। দু’জনকে হ্রদ থেকে উদ্ধার করা সম্ভব হয়। তাঁদের মধ্যে এক জন তাৎক্ষণিক চিকিৎসার পরে বেঁচে গেলেও অন্য জনকে বাঁচানো যায়নি। তলিয়ে যাওয়া তৃতীয় ছাত্রকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বরফঠান্ডা জলে তাঁর বাঁচার সম্ভাবনা ক্ষীণ বলেই আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, নিখোঁজ পর্যটকের সন্ধান না-পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান চলবে। বাকি সব পর্যটককে নিরাপদে এলাকার সেনা শিবিরে নিয়ে গিয়ে প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে।

গত বছরও সে লা হ্রদে এ ভাবেই বরফ ভেঙে ঢুকে গিয়েছিলেন কয়েক জন পর্যটক। তবে পাড়ের কাছে থাকায় তাঁদের বাঁচানো সম্ভব হয়েছিল। সেনার বক্তব্য, জমাট বাঁধা হ্রদের উপরে যেতে পর্যটকদের বার বার নিষেধ করা হলেও তাঁরা সেই নিষেধাজ্ঞা অমান্য করছেন। তার ফলেই এমন ঘটনা ঘটছে।

আরও পড়ুন