Pakistan on Board Of Peace

‘কাশ্মীর সমস্যার কারণেই ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’ নিয়ে নীরব ভারত’! দাবি পাকিস্তানের সংবাদমাধ্যমে, কী যুক্তি

কিছু দিন আগে ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার জন্য বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। চিঠি গিয়েছিল ভারত, পাকিস্তান-সহ ৫০টিরও বেশি দেশে। পাকিস্তান আমন্ত্রণ গ্রহণ করলেও ভারত নীরব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৩:১৭
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। —ফাইল চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এর আমন্ত্রণ এখনও গ্রহণ করেনি ভারত। এ বিষয়ে নয়াদিল্লি থেকে ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলা হয়নি। আর ভারতের এই নীরবতা দেখেই পাকিস্তানের কেউ কেউ মনে করছেন, জম্মু ও কাশ্মীর সংক্রান্ত সমস্যার কারণে নয়াদিল্লি দ্বিধাগ্রস্ত। ট্রাম্পের আন্তর্জাতিক গোষ্ঠীতে যোগ দিলে এই সংক্রান্ত সমস্যায় ট্রাম্প হস্তক্ষেপ করতে পারেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন একটি রিপোর্টে এই দাবি করেছে।

Advertisement

কিছু দিন আগে ‘বোর্ড অফ পিস’-এ যোগ দেওয়ার জন্য বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। চিঠি গিয়েছিল ভারত, পাকিস্তান-সহ ৫০টিরও বেশি দেশে। বলা হয়েছিল, প্রাথমিক ভাবে গাজ়ায় শান্তি ফেরানোর বিষয়ে উদ্যোগী হবে আমেরিকার নেতৃত্বাধীন এই বোর্ড। তার পর বিশ্বের অন্য আঞ্চলিক সমস্যা নিয়েও কাজ করা হবে। বেশ কিছু দেশ ট্রাম্পের এই আমন্ত্রণ গ্রহণ করেছে। ‘না’ করে দিয়েছে ফ্রান্স, সুইডেনের মতো কয়েকটি দেশ। আর ভারত-সহ বেশ কয়েকটি দেশ এখনও পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। সুইৎজ়ারল্যান্ডের দাভোসে ‘বোর্ড অফ পিস’-এর সূচনা করেছেন ট্রাম্প।

পাকিস্তানের সংবাদমাধ্যমে দাবি, কাশ্মীরের কারণে ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দিয়ে ‘ভয়’ পাচ্ছে ভারত। এর আগে ট্রাম্প একাধিক বার কাশ্মীর সমস্যার সমাধানে হস্তক্ষেপ করতে চেয়েছেন। গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর পরেও ভারত-পাক সংঘাত থামানোর কথা বলে কাশ্মীর প্রসঙ্গ তুলেছিলেন তিনি। কিন্তু ভারত সরকারের অবস্থান কঠোর। আঞ্চলিক সমস্যায় বাইরের কোনও দেশের হস্তক্ষেপ বরদাস্ত করবে না নয়াদিল্লি। পাক রিপোর্টে দাবি, ভারতেরই কেউ কেউ কাশ্মীরের কথা ভেবে ট্রাম্পের পর্ষদ থেকে দূরত্ব বজায় রাখছেন।

পর্যবেক্ষকদের একাংশের মতে, ‘বোর্ড অফ পিস’-কে রাষ্ট্রপুঞ্জের বিপরীতে আন্তর্জাতিক গোষ্ঠী হিসাবে গড়ে তুলতে চান ট্রাম্প। তাতে আমেরিকারই একচ্ছত্র আধিপত্য থাকবে। সে ক্ষেত্রে একমেরুকেন্দ্রিক বিশ্বের তত্ত্ব আরও শক্তি হবে। পাকিস্তান আনুষ্ঠানিক ভাবে ট্রাম্পের বোর্ডে যোগ দেওয়ার পর ভারতের কিছু সংবাদমাধ্যম লিখেছিল, এতে পাক-মার্কিন ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে যা ভারতের জন্য সুখকর নয়। তার ভিত্তিতেই নয়াদিল্লির ‘ভয়ের’ কথা তুলে ধরেছে রিপোর্ট। ভারত সরকার এখনও কিছু জানায়নি।

Advertisement
আরও পড়ুন