India-Pakistan Conflict

‘আত্মরক্ষার জন্য লড়ছি’! পাক প্রেসিডেন্ট জারদারির সাফাই, প্রধানমন্ত্রী শাহবাজ বললেন, ‘হামলায় প্রতিশোধ নিয়েছি’

পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শনিবার বলেন, ‘‘পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের সুরক্ষার স্বার্থে আমাদের বাধ্য হয়েই লড়তে হয়েছে।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৭:২৯
Pakistan President Asif Ali Zardari and Prime Minister Shehbaz Sharif on conflict with India

(বাঁ দিকে) আসিফ আলি জারদারি, শাহবাজ় শরিফ (ডানদিকে)। —ফাইল চিত্র।

পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুললেন না। এল না টানা ১১দিন ধরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) যুদ্ধবিরতি ভেঙে পাক বাহিনীর গুলিবর্ষণের প্রসঙ্গ। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে ভারত-পাক উত্তেজনার আবহে পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ‘আত্মরক্ষার অধিকারের স্বার্থে বাধ্য হয়ে সংঘাতের’ যুক্তি দিলেন।

Advertisement

যদিও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখে শনিবারও আবার শোনা গিয়েছে ‘প্রতিশোধের তত্ত্ব’। জারদারি শনিবার বলেন, ‘‘পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের সুরক্ষার স্বার্থে আমাদের বাধ্য হয়েই লড়তে হয়েছে।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘সমগ্র পাকিস্তানি জাতি ঐক্যবদ্ধ। তারা ভারতীয় আগ্রাসনের মোকাবিলায় দৃঢ় ভাবে পাক সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।’’

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শনিবার ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে বলেন, ‘‘নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের হত্যার প্রতিশোধ নিয়েছি। ভারতীয় আগ্রাসনের সমুচিত জবাব দেওয়া হয়েছে।’’ ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানি সেনা সফল ভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর নয়াদিল্লির সঙ্গে সংঘাতের পথে হাঁটতে তাঁরা কার্যত বাধ্য হয়েছেন বলে শনিবার দাবি করেছেন পাক উপপ্রধানমন্ত্রী (তথা বিদেশমন্ত্রী) ইশাক দারও। তিনি বলেন, ‘‘আমরা আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছি। যদিও তাঁরই দল পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর নেতা শাহবাজের মুখে শোনা গেল উল্টো সুর।

Advertisement
আরও পড়ুন