Pakistan Spy Link

পহেলগাঁও কাণ্ডের পর ভিডিয়োয় মোদী-সরকারের সমালোচনা করেন পাক ‘চর’ জ্যোতি! ফের বিতর্ক

গ্রেফতার হওয়ার পর থেকেই জ্যোতির ভিডিয়োগুলি নিয়ে চর্চা শুরু হয়েছে। জ্যোতির একটি ইউটিউব চ্যানেল রয়েছে। নাম ‘ট্রাভেল উইথ জো’। সেখানে মূলত ভ্রমণের ভিডিয়োই পোস্ট করতেন তিনি। তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৩২ হাজার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৮:৩৫
জ্যোতি মলহোত্রা।

জ্যোতি মলহোত্রা। — ফাইল চিত্র।

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন ইউটিউবার জ্যোতি মলহোত্রা। তার পর থেকে জ্যোতির সমাজমাধ্যমের ভিডিয়োগুলি আতশকাচের তলায় রয়েছে। সেই আবহেই এ বার প্রকাশ্যে এল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর জ্যোতির পোস্ট করা একটি ভিডিয়ো, যেখানে প্রকাশ্যে নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

ওই ভিডিয়োটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পহেলগাঁওে জঙ্গি হামলার জন্য নিজের দেশের সরকারকেই দুষছেন জ্যোতি। ভিডিয়োয় তিনি বলেন, ‘‘কোথাও না কোথাও গিয়ে আমরাও এই হামলারর জন্য দায়ী। জম্মু ও কাশ্মীরের প্রতিটি কোণে কোণে নিরাপত্তা রয়েছে, তা সত্ত্বেও এমন হামলা ঘটেছে। আর নিরাপত্তার বিষয়ে ভাবা কেবল সরকারের নয়, ভ্রমণে যাওয়া প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। যাঁরা এখানে বেড়াতে যান, তাঁদেরও সতর্ক থাকা উচিত। আমরাও দোষী। কারণ, এই ঘটনাটি আমাদের অবহেলার কারণে ঘটেছে।’’ ভিডিয়োয় সরকারকে পরামর্শও দিতে দেখা গিয়েছে জ্যোতিকে। তিনি বলেন, যদি কেউ ওই জঙ্গিদের সমর্থন করে, তাহলে তারা ভারতীয় নয়। যদি এর পরেও কেউ ওই জঙ্গিদের সমর্থন করে থাকে, তবে তা নিঃসন্দেহে ভুল। এই সব কিছুর জন্য জনগণও যেমন দায়ী, তেমনই দায়ী সরকারও। কারণ, নিরাপত্তায় গাফিলতি ছিল বলেই এত বড় হামলা হয়েছে।

গ্রেফতার হওয়ার পর থেকেই জ্যোতির ভিডিয়োগুলি নিয়ে চর্চা শুরু হয়েছে। জ্যোতির একটি ইউটিউব চ্যানেল রয়েছে। নাম ‘ট্রাভেল উইথ জো’। সেখানে মূলত ভ্রমণের ভিডিয়োই পোস্ট করতেন তিনি। তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৩২ হাজার। জ্যোতির ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের ভিডিয়ো ঘেঁটে দেখা যাচ্ছে, তিনি মাস দুয়েক আগে, অর্থাৎ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনার কিছু দিন আগেই পাকিস্তান গিয়েছিলেন। অটারী-ওয়াঘা সীমান্ত পেরিয়ে ও পারে যাওয়া, লাহৌরের আনারকলি বাজার, পাক পঞ্জাবের কটাস রাজ মন্দির ঘুরে দেখার ভিডিয়োও রয়েছে। পাকিস্তানের খাবার এবং ভারত-পাকিস্তানের সংস্কৃতির তুলনা করে একাধিক ভিডিয়ো বানিয়েছিলেন ওই ইউটিউবার। সেই সব নিয়েই এখন চুলচেরা বিশ্লেষণ চলছে।

Advertisement
আরও পড়ুন