Viral video

Viral Video: ধ্রুপদী গানের সুরে পালিকার সঙ্গে নাচ কুকুরের, আহ্লাদে আটখানা নেটাগরিকরা

ওই যুবতীর নাম আদ্রা প্রসাদয় তিনি কেরলের ছেরথালার বাসিন্দা। তাঁর পোষ্যের নাম মিতু।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ১২:৫৭
পালিকার সঙ্গে সারমেয়র নাচ।

পালিকার সঙ্গে সারমেয়র নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির সামনে গাছপালা দিয়ে ঘেরা উঠোন। সেখানে একটি খুঁটিতে বাঁধা রয়েছে পোষ্য কুকুর। সেখানেই একটি ধ্রুপদী গানে নাচ শুরু করলেন এক যুবতী। তিনি কুকুরটির পালিকা। গানের সুরে তাল মিলিয়ে যুবতী নাচছেন নিজের ছন্দে। তা নকল করে কুকুরটিও সামনের দু’পা তুলে অঙ্গিভঙ্গি করছে। দেখে মনে হচ্ছে, যুবতীর নাচই নকল করার চেষ্টা করছে সে। নাচতে নাচতে যুবতী একবার দেখে ফেললেন কুকুরের অঙ্গিভঙ্গি। তা দেখে খুশি হয়ে, নাচতে নাচতেই আদর করলেন নিজের পোষ্যকে।

সম্প্রতি এ রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। পালিকার সঙ্গে সারমেয়র নাচ দেখে বিভিন্ন মন্তব্যও করেছেন নেটাগরিকরা।

Advertisement

জানা গিয়েছে, ওই যুবতীর নাম আদ্রা প্রসাদয় তিনি কেরলের ছেরথালার বাসিন্দা। আর তাঁর পোষ্যের নাম মিতু।

Advertisement
আরও পড়ুন