India Pakistan Tension

ভুয়ো তথ্য দিয়ে ছড়ানো হচ্ছে আতঙ্ক! ভারত-পাক উত্তেজনার আবহে সাবধান করছে পিআইবি

ভারত-পাক অশান্তির আবহে পুরনো এবং অন্য জায়গার গন্ডগোল, বিস্ফোরণ এবং হতাহতের ছবি দিয়ে বলা হচ্ছে সেগুলো এখনকার। তা দিয়ে লেখালিখিও হচ্ছে বিস্তর। এই প্রেক্ষিতে পিআইবি ফ্যাক্ট চেক-এ রিপোর্ট করতে বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১২:২৬
PIB

পিআইবি-র বিবৃতি। ছবি: সংগৃহীত।

ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে কিছু নেটাগরিক এবং পাকিস্তানের মূলধারার সংবাদমাধ্যম একযোগে ভুয়ো এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে। এ নিয়ে জনসাধারণের উদ্দেশে বার্তা দিল প্রেস ইনফর্মেশন ব্যুরো (পিআইবি)।

Advertisement

ভারত-পাক অশান্তির আবহে পুরনো এবং অন্য জায়গার গন্ডগোল, বিস্ফোরণ এবং হতাহতের ছবি দিয়ে বলা হচ্ছে সেগুলো এখনকার। তা দিয়ে লেখালিখিও হচ্ছে বিস্তর। এই প্রেক্ষিতে পিআইবি ফ্যাক্ট চেক-এ রিপোর্ট করতে বলা হয়েছে। ভারতীয় সেনার স্বার্থে তথা দেশের জন্য ভুয়ো তথ্য এবং অপপ্রচার ঠেকাতে হলে, কোনও ভিডিয়ো বা ছবি যাচাই করার জন্য হোয়াট্‌সঅ্যাপ করুন ৮৭৯৯৭১১৫৯ এই নম্বরে। এ ছাড়া Socialmedia@pib.gov.in-এ ইমেল করা যাবে।

কয়েক সপ্তাহ ধরে প্রেস ইনফরমেশন ব্যুরো এই ভুয়ো প্রচার প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার পরেও ভারতীয় নাগরিক এবং সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ ভুল তথ্যের শিকার হচ্ছেন। প্রেস ইনফর্মেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট ওই সমস্ত ভুয়ো তথ্য, মিথ্যা প্রচার ও বিভ্রান্তিকর পোস্টের বিরোধিতা করছে এবং সঠিক তথ্য ভারতীয় নাগরিকের সামনে নিয়ে আসছে। গত ৮ মে রাত ১০টা থেকে ৯ মে ২০২৫ সকাল সাড়ে ৬টার মধ্যে পিআইবি ফ্যাক্ট চেক এ রকম সাতটি ভিডিয়োর সত্যতা যাচাই করেছে। তাদের মধ্যে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, জালন্ধরে পাকিস্তানের ড্রোন অ্যাটাকের কথা বলা হচ্ছে। তারা লেখে,‘‘পিআইবি এই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেছে যে, এটি ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতির সঙ্গে সম্পর্কহীন। নিছক একটি ‘ফার্ম ফায়ার’ ভিডিয়ো।’’ আর একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে দাবি করা হয়, পাকিস্তানি সেনারা ভারতের একটি ঘাঁটি ধ্বংস করেছে। পিআইবি এই ভিডিয়োটিকে সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো বলে জানিয়েছে। বস্তুত, ভারতীয় সেনায় ‘২০ রাজ ব্যাটেলিয়ন’ নামে কোনও ঘাঁটি বা ইউনিট নেই। ওই ভিডিয়োটি ভারতীয়দের আতঙ্কিত করার জন্য প্রচার করা হয় বলে জানিয়েছে পিআইবি। আর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়, তাতে দাবি করা হচ্ছে, পাকিস্তানি সেনাবাহিনী ভারতের উপরে প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। পিআইবি এই ভিডিয়োটিকেও ভুয়ো বলে চিহ্নিত করেছে। জানানো হয়েছে, যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে তা আদপে বেইরুট, লেবাননে ২০২০ সালে ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ।

আবার এমনই একটি পোস্টে দাবি করা হয়, ভারতীয় সেনা অম্বলা বিমানঘাঁটিকে হাতিয়ার করে অমৃতসর এবং পার্শ্ববর্তী এলাকায় ভারতীয় নাগরিকদের উপরেই হামলা চালিয়েছে! পিআইবি তথ্য যাচাই করে দেখেছে যে, ভিডিয়োটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আতঙ্ক ছড়ানোর জন্যই প্রচার করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন