Mann Ki Baat

‘সবাই এক দিন বিজ্ঞানী হয়ে কাটান’! দেশবাসীর উদ্দেশে আহ্বান প্রধানমন্ত্রী মোদীর

নরেন্দ্র মোদীর ‘মনের কথায়’ জায়গা পেল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসঙ্গও। তিনি দেশবাসীকে ‘এক দিনের জন্য বিজ্ঞানী’ হওয়ার পরামর্শও দিলেন। কী ভাবে তা সম্ভব, তা-ও বাতলে দেন প্রধানমন্ত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৭
PM Narendra Modi highlights india\\\\\\\\\\\\\\\'s AI, Space achievements in Mann Ki Baat

নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

মহাকাশে ভারতের সাফল্যের কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে। শুধু তা-ই নয়, মোদীর ‘মনের কথায়’ জায়গা পেল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসঙ্গও। তিনি দেশবাসীকে ‘এক দিনের জন্য বিজ্ঞানী’ হওয়ার পরামর্শও দিলেন। কী ভাবে তা সম্ভব, তা-ও বাতলে দেন প্রধানমন্ত্রী।

Advertisement

নতুন বছরের গোড়াতেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে জুড়েছে নয়া পালক। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে শততম উৎক্ষেপণের নজির গড়েছে তারা। রবিবার মোদীর ১১৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে উঠে এল ইসরোর এই সাফল্যের কথা। চন্দ্রযান, মঙ্গলযান, আদিত্য এল-১-এর সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মোদী। শুধু তা-ই নয়, জাতীয় নারী দিবসে দেশের মহিলাদের জন্য তিনি কী পরিকল্পনা করেছেন, তা-ও ব্যক্ত করলেন।

মোদী বলেন, ‘‘ইসরো একের পর এক সাফল্য অর্জন করেছে। সময়ের সঙ্গে সঙ্গে মহাকাশে আমাদের অর্জনের তালিকা দীর্ঘ হচ্ছে। তা উৎক্ষেপণ যান তৈরি করা হোক, কিংবা বিভিন্ন ভারতীয় মহাকাশযানের সাফল্য।’’ তার পরই মোদী প্রত্যেক দেশবাসীকে ‘এক দিনের জন্য বিজ্ঞানী’ হওয়ার কথা বলেছেন। বছরের যে কোনও দিনই তা হতে পারে। সেই নির্দিষ্ট দিনে বিভিন্ন বিজ্ঞানমূলক কাজের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মহাকাশে সাফল্য ছাড়াও এআই-তে ভারতের অগ্রগতি নিয়েও ‘মনের কথা’ বলেন মোদী। তিনি জানান, এআই-তে ভারত কারও থেকে পিছিয়ে নেই। মোদী বলেন, ‘‘সম্প্রতি আমি একটি বড় এআই সম্মেলনে যোগ দিতে প্যারিস গিয়েছিলাম। গোটা বিশ্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারতের অগ্রগতির প্রশংসা করেছে। মহাকাশ হোক বা এআই, আমাদের দেশের তরুণদের ক্রমবর্ধমান অংশগ্রহণ একটি নতুন বিপ্লব এনেছে।’’ মহাকাশ বিজ্ঞানে নারীদের যোগদান বৃদ্ধি পেয়েছে, যা অভাবনীয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে তিনি কী উদ্যোগ নিয়েছেন তা জানান। মোদী বলেন, ‘‘আমি এক দিনের জন্য আমার সমাজমাধ্যমের অ্যাকাউন্টগুলি দেশের কয়েক জন অনুপ্রেরণাদায়ক মহিলার হাতে তুলে দিতে চলেছি।’’

Advertisement
আরও পড়ুন