Puja Khedkar

বহিষ্কৃত আইএএস পূজাকে ঘুমের ওষুধ খাইয়ে বেঁধে রেখে মূল্যবান জিনিস নিয়ে চম্পট পরিচারিকার

পুলিশকে পূজা বয়ান দিয়ে জানিয়েছেন,ঘটনার পরে নিজেকে বাঁধনমুক্ত করতে সক্ষম হন তিনি। তার পরে অন্য এক ফোন থেকে থানায় খবর দেন। যদিও এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫
Puja Khedkar alleges house help sedated family, stole valuables

পূজা খেড়কর। — ফাইল চিত্র।

বহিষ্কৃত আইএএস পূজা খেড়করের বাড়িতে ‘নাটকীয়’ চুরি! অভিযোগ, বাড়িতে তাঁকে এবং তাঁর বাবা-মাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে চুরি করেছেন পরিচারিকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুণে পুলিশ।

Advertisement

সংবাদসংস্থা ‘পিটিআই’ সূত্রে খবর, শনিবার গভীর রাতে পূজা পুলিশকে ফোন করে চুরির ঘটনা জানান। পুলিশকে তিনি জানান, বেশ কয়েক দিন আগে নেপাল থেকে এক পরিচারিকাকে বাড়ির কাজকর্মের জন্য তাঁদের বানের রোডের বাংলোয় আনা হয়েছিল। তিনি রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। সেই খাবার খেয়ে বাড়ির তিন জনই ঘুমিয়ে পড়েন। অভিযোগ, ওই পরিচারিকা তাঁদের বেঁধে মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে চম্পট দেন।

পুলিশকে পূজা বয়ান দিয়ে জানিয়েছেন, পরে বাঁধনমুক্ত করতে সক্ষম হন তিনি। তার পরে অন্য এক ফোন থেকে থানায় খবর দেন। যদিও এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ জমা পড়েনি।

প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি মহারাষ্ট্রের পুণের অতিরিক্ত জেলাশাসক হিসাবে নিযুক্ত পূজার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিজের ব্যক্তিগত ব্যবহারের গাড়িতে মহারাষ্ট্র সরকারের স্টিকার, লালবাতি ব্যবহারের অভিযোগ ওঠে। এ ছাড়া অতিরিক্ত জেলাশাসকের কক্ষ ‘দখল’ করা এবং জেলাশাসকের সহকারীর কাছে বেআইনি দাবিদাওয়া পেশ করে সেই দাবি পূরণের জন্য হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সেখান থেকে বিতর্কের সূত্রপাত। তার পর পূজার একের পর এক ‘কীর্তি’ প্রকাশ্যে আসতে শুরু করে! ট্রাকচালক অপহরণ মামলায় নাম জড়ায় তাঁর পরিবারের।

Advertisement
আরও পড়ুন