মার্চ থেকে বন্ধ হচ্ছে ভারতীয় রেলের মোবাইল অ্যাপ ইউটিএস। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ট্রেনে হোক বা বিমান কিংবা মেট্রো— অনলাইনে টিকিট কাটতে এখন অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। সে বিষয় মাথায় রেখে প্রতিনিয়ত নতুন সংযোজন করছে সংশ্লিষ্ট মন্ত্রক। ট্রেনে অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে একটি পরিচিত মোবাইল অ্যাপ রয়েছে— ইউটিএস। তবে আগামী মার্চ মাস থেকে আর এই অ্যাপ কার্যকর থাকবে না। রেল বোর্ডের সিদ্ধান্ত, নতুন ধাঁচে সাজানো তাদের পুরনো অ্যাপই শুধু সচল থাকবে।
বছরের প্রথম দিনে রেলের তরফে একটি বিবৃতি দিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাশাপাশি রেল এ-ও জানিয়েছে, কী ভাবে দিনে দিনে অনলাইনে ট্রেনের টিকির কাটার পরিমাণ বাড়ছে। এ বার থেকে একটি অ্যাপের মাধ্যমেই কাটা যাবে সংরক্ষিত, অসংরক্ষিত বা প্ল্যাটফর্ম টিকিট! একই ছাদের নীচে আনা হয়েছে প্রায় সব কিছুকেই।
‘রেলওয়ান’ নামে এই মোবাইল অ্যাপটি আগেই ছিল। কিন্তু অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে ‘ইউটিএস’ যে ভাবে জনপ্রিয়তা পেয়েছিল, তার ধারেকাছে পৌঁছোতে পারেনি সেটি, দাবি যাত্রীদের একাংশের। তবে রেল অসংরক্ষিত আর সংরক্ষিত টিকিটের জন্য আলাদা মোবাইল অ্যাপ রাখতে চাইছে না। ‘রেলওয়ান’ অ্যাপের ছাতার তলাতেই সব সুবিধা এনে দিয়েছে রেল।
ইউটিএস অ্যাপ থেকে যাঁরা টিকিট কাটেন, তাঁরা প্রায় সকলেই জানেন এই পরিবর্তনের কথা। নতুন করে আর ইউটিএস অ্যাপ থেকে ট্রেনের মাসিক টিকিট কাটা যাচ্ছে না। ১ মার্চ থেকে আর অসংরক্ষিত ট্রেনের টিকিটও কাটা যাবে না এই অ্যাপে। বর্তমানে ‘ইউটিএস’ অ্যাপ খুললেই ‘রেলওয়ান’ অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। ‘ইউটিএস’ অ্যাপে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের নতুন করে ‘রেলওয়ান’ অ্যাপে নথিভুক্তিকরণ করতে হচ্ছে না। ইউটিএস অ্যাপের পাসওয়ার্ড দিয়েই খোলা যাবে ‘রেলওয়ান’ অ্যাপটি।
রেল জানাচ্ছে, যাত্রী সুবিধার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। যাত্রীদের আর ভিন্ন ভিন্ন অ্যাপ ব্যবহার করার প্রয়োজন নেই। একটা অ্যাপের মধ্যে মিলবে যাবতীয় সুবিধা। ‘রেলওয়ান’ অ্যাপে সংশ্লিষ্ট ট্রেনের গতিবিধি জানতে পারবেন যাত্রীরা। এ ছাড়া, সংরক্ষিত টিকিটের ‘পিএনআর স্টেটাস’ জানার সুবিধাও থাকছে।