ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’র শুটিং। গ্রাম্য পরিবেশের আদলে তৈরি সেট। ধারাবাহিকে প্রেম ও ভক্তির মিশেল। শ্রীচৈতন্যদেবের জীবনের আখ্যান এবং আধুনিক এক যুগলের গল্প। নায়ক গোরা, নায়িকা রূপমঞ্জরী। গোরার চরিত্রে পুরুলিয়ার ছেলে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ের ফাঁকে পাওয়া গেল নায়ককে।