(বাঁ দিকে) দিল্লিতে বৃষ্টি এবং তুষারপাত জম্মু ও কাশ্মীরে (ডান দিকে)। ছবি: পিটিআই।
আকাশ মেঘলা। টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও আবার বৃষ্টির পরিমাণ বেশি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই সঙ্গে দমকা হাওয়া। শুক্রবার সকালে এমন আবহাওয়াতেই ঘুম ভাঙল দিল্লির। শুধু দিল্লি নয়, তার পার্শ্ববর্তী অঞ্চলেও একই ছবি। আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, শুক্রবার দিনভর মেঘলা আবহাওয়াই থাকবে দিল্লিতে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন দিল্লির জন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে। ভোর ৫টার বুলেটিনে তারা জানিয়েছে, দিল্লির বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেই পূর্বাভাস সত্যিই করে সকাল থেকেই রাজধানীতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, দিল্লির কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দ্রুতগতিতে বইবে হাওয়া। গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দিল্লি এবং তার আশপাশের তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমতে পারে।
অন্য দিকে, শুক্রবার সকাল সকাল বরফের সাদা চাদরে ঢাকল কাশ্মীর। গুলমার্গের স্কি-রিসর্ট-সহ বেশ কয়েকটি জায়গায় নতুন করে তুষারপাত হয়েছে। শ্রীনগর-সহ সমতলে হাওয়া বইছে তীব্র গতিতে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই উত্তর কাশ্মীরের বারামুলা জেলার গুলমার্গে বরফ পড়তে শুরু করে।
তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দরে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর জানিয়েছে, বিমান চলাচল স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। তুষারপাতের কারণে শ্রীনগর থেকে জম্মু যাওয়ার মূল সড়কপথ বন্ধ। শুধু কাশ্মীর নয়, হিমাচল প্রদেশের মানালিতেও নতুন করে তুষারপাত দেখা গিয়েছে।