উত্তরাখণ্ডের খাদে পড়ে যাওয়া বাস। ছবি: সংগৃহীত।
যাত্রিবাহী বাস খাদে পড়ে দুর্ঘটনা উত্তরাখণ্ডের আলমোড়ায়। বাস দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১২ জন।
আলমোড়া জেলার এসএসপি দেবেন্দ্র পিঞ্চা দুর্ঘটনাটি সম্পর্কে জানান। তিনি জানান, আলমোড়ার দ্বারহাট থেকে যাত্রীবোঝাই বাসটি নৈনিতালের রামনগরের দিকে যাচ্ছিল। ভিকিয়াসৈন এলাকায় বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ওই বাসে ১৮ থেকে ১৯ জন যাত্রী ছিলেন।
পুলিশের মতে, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনাটি ঘটে ভিকিয়াসৈন থেকে ছ’কিলোমিটার দূরে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)। ঘটনাস্থলেই ছ’জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়েছে বলে জানান দেবেন্দ্র।
এসএসপি জানিয়েছেন, দুর্ঘটনায় ওই বাসের চালক-সহ ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর। সকলের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। মৃতদের পরিবারগুলির প্রতি শোকজ্ঞাপন করেছেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন পুষ্কর।