North India Weather

কনকনে ঠাণ্ডায় কাঁপছে উত্তর ভারত! অমরনাথে -৪.৩ ডিগ্রিতে নামল পারদ, চার রাজ্যে শৈত্যপ্রবাহের আশঙ্কা

কাশ্মীরে রাতের তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়লেও এখনও হিমাঙ্কের নীচেই রয়ে গিয়েছে পারদ। সোমবার জম্মু ও কাশ্মীরের সবচেয়ে ঠাণ্ডা স্থান হিসাবে রেকর্ড গড়েছে অমরনাথের বেসক্যাম্প। সেখানে -৪.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে তাপমাত্রা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৩১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

লা নিনার প্রভাবে চলতি বছরে এমনিতেই জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস রয়েছে উত্তর ভারতে। সেই আবহে এ বার আরও কমল উত্তর ভারতের পারদ। রবিবারের পর সোমবারও উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে কনকনে শীত। মৌসম ভবন জানিয়েছে, আপাতত দিনকয়েক এমনই থাকবে আবহাওয়া। সোম ও মঙ্গলবার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ, ছত্তীসগঢ় এবং ওড়িশার কিছু কিছু এলাকায় শৈত্যপ্রবাহেরও আশঙ্কা রয়েছে।

Advertisement

সোমবার জম্মু ও কাশ্মীরের সবচেয়ে ঠাণ্ডা স্থান হিসাবে রেকর্ড গড়েছে অমরনাথের বেসক্যাম্প। সেখানে -৪.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। কাশ্মীরে রাতের তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়লেও এখনও হিমাঙ্কের নীচেই রয়ে গিয়েছে পারদ। দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়েও সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের ৪ ডিগ্রি নীচে। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে -০.৯ ডিগ্রি সেলসিয়াসে। দেশের রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের বেশ কিছু এলাকাতেও সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে। পঞ্জাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ফরিদকোটে (৪.৪ ডিগ্রি)। হরিয়ানার নার্নৌলে সর্বনিম্ন তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

মৌসম ভবন জানিয়েছে, সোমবার থেকে উত্তর ও মধ্য কাশ্মীরের পার্বত্য অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশেরও বিস্তীর্ণ এলাকা ঢাকবে ঘন কুয়াশায়। বিলাসপুর এবং মান্ডি জেলার কিছু অংশে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। চলতি বছরে রাজস্থানেও তীব্র ঠাণ্ডা পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সিকার জেলার ফতেহপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

মৌসম ভবনের পূর্বাভাস, চলতি সপ্তাহেই নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করতে পারে উত্তর ভারতে। এর জেরে আগামী কয়েক দিন উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সঙ্গে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তবে, বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)-র সাম্প্রতিক রিপোর্ট জানিয়েছে, এ বছর লা নিনার প্রভাবে উত্তর ভারতের বেশ কিছু এলাকায় শীত দীর্ঘস্থায়ী হবে। পাল্লা দিয়ে বাড়বে শৈত্যপ্রবাহের আশঙ্কাও।

পশ্চিমবঙ্গে অন্যান্য বছরের তুলনায় এ বার একটু আগেই থিতু হয়েছে শীত। গত সপ্তাহের শেষে ১৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে কলকাতার পারদ। শনিবার ছিল চলতি মরসুমের শীতলতম দিন। সে দিন কলকাতার তাপমাত্রা ১৪.৪ ডিগ্রিতে নেমে গিয়েছিল। রবিবার তা সামান্য বেড়ে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস হয়। সোমবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫-২৬ ডিগ্রির আশপাশে।

Advertisement
আরও পড়ুন