Seema Haider

‘কালো জাদু’ করার অভিযোগ, গুজরাত থেকে এসে পাক বধূ সীমার বাড়িতে জোর করে ঢুকে পড়লেন যুবক!

স্থানীয়েরাই যুবককে ধরে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশেও। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তের নাম তেজস। তিনি গুজরাতের সুরেন্দ্র নগরের বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ০৮:৫৮
পাক বধূ সীমা হায়দর। ছবি: সংগৃহীত।

পাক বধূ সীমা হায়দর। ছবি: সংগৃহীত।

তাঁর উপর ‘কালো জাদু’ করেছেন পাক বধূ সীমা হায়দর। এই অভিযোগ তুলে সুদূর গুজরাত থেকে দিল্লি হয়ে উত্তরপ্রদেশর নয়ডায় হাজির হলেন এক যুবক। শুধু হাজির হওয়াই নয়, নয়ডায় নেমে সোজা সীমার বাড়িতে হাজির হন তিনি। অভিযোগ, জোর করে ঢুকেও পড়েন ওই যুবক।

Advertisement

এই ঘটনায় হুলস্থুল পড়ে যায়। স্থানীয়েরাই যুবককে ধরে ফেলেন। খবর দেওয়া হয় পুলিশেও। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তের নাম তেজস। তিনি গুজরাতের সুরেন্দ্র নগরের বাসিন্দা। শনিবার সন্ধ্যা ৭টা নগাদ সীমার বাড়িতে ঢুকে পড়েছিলেন যুবক। পুলিশের সন্দেহ, যুবক মানসিক ভারসাম্যহীন। জেরায় ওই যুবক দাবি করেছেন, সীমা তাঁর উপর ‘কালো জাদু’ করেছেন। আর সেই টানেই তিনি সীমার কাছে এসেছেন।

রাবুপুরা কোতওয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুজিত উপাধ্যায় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অভিযুক্ত যুবক গুজরাত থেকে ট্রেনে দিল্লিতে পৌঁছোন। তার পর সেখান থেকে বাসে করে নয়ডায় আসেন। তাঁর মোবাইলে সীমার ছবিও উদ্ধার হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

পাকিস্তানের সিন্ধ প্রদেশের জেকোবাবাদের বধূ সীমা। ২০২৩ সালে প্রেমের টানে সীমান্ত পেরিয়ে উত্তরপ্রদেশের নয়ডায় চলে আসেন। বিয়ে করেন সচিন মীনা নামে যুবককে। পাক বধূ সীমার পালিয়ে আসার ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল গোটা দেশে।

Advertisement
আরও পড়ুন