Stone Quarry Collapsed

কাজ চলাকালীন পাথর খাদানে ধস ওড়িশায়, দুই শ্রমিকের মৃত্যু, অনেকে আটকে থাকার আশঙ্কা, চলছে উদ্ধারকাজ

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে বিস্ফোরক দিয়ে পাথর ফাটানোর কাজ চলছিল। বিস্ফোরণের পরই হুড়মুড়িয়ে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে আসে নীচের দিকে। সেই সঙ্গে খাদানের একটা বড় অংশ ধসে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৬:২৪
পাথর খাদানে উদ্ধারকাজ চলছে। ছবি: পিটিআই।

পাথর খাদানে উদ্ধারকাজ চলছে। ছবি: পিটিআই।

ওড়িশার ঢেঙ্কানলে পাথর খাদানে ধস নেমে দুই শ্রমিকের মৃত্যু হল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গোপালপুর গ্রামের কাছে মোটাঙ্গা এলাকায়।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে বিস্ফোরক দিয়ে পাথর ফাটানোর কাজ চলছিল। বিস্ফোরণের পরই হুড়মুড়িয়ে বড় বড় পাথরের চাঁই গড়িয়ে আসে নীচের দিকে। সেই সঙ্গে খাদানের একটা বড় অংশ ধসে যায়। আর তাতেই চাপা পড়ে যান শ্রমিকেরা। রবিবার সকালে দুই শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের দাবি, আরও কয়েক জন ধসের নীচে চাপা পড়ে আছে। তবে কত জন আটকে রয়েছেন, সেই সংখ্যাটি স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় হাতির যাতায়াত লেগেই থাকে। ফলে হাতির ভয়ে উদ্ধারকাজ দ্রুতগতিতে করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া দৃশ্যমানতা নেমে যাওয়াও উদ্ধারকাজে বাধার আরও একটা কারণ। পুলিশ জানিয়েছে, যে দুই শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের শনাক্ত করা হয়েছে। মৃতেরা বালেশ্বর এবং কেওনঝরের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন জটিলতায় গত বছরের সেপ্টেম্বরে খাদানের কাজ বন্ধ হয়ে যায়। ডিসেম্বরে খাদানের ইজারার সময়সীমাও শেষ হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও কী ভাবে কাজ চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। যে সংস্থা এই কাজ করছিল, তাদের কাছে বৈধ অনুমতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন