Haryana Accident

যাত্রিবাহী বাসের সঙ্গে স্কুলবাসের মুখোমুখি সংঘর্ষ হরিয়ানায়! ঘটনাস্থলেই মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রীর, জখম অন্তত ৩০

ঘটনায় শোক প্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি। সঙ্গে আশ্বাস দিয়ে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে সরকার। মৃত ছাত্রীর পরিবারকে ২.৫০ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৪৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

যাত্রিবাহী বাসের সঙ্গে স্কুলবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একাদশ শ্রেণির এক ছাত্রীর। রবিবার সকালে হরিয়ানার ঝাজ্জরে ঘটনাটি ঘটেছে। ঘটনায় অন্তত ৩০ জন জখম হয়েছেন বলে খবর। কয়েক জনের আঘাত গুরুতর। তাঁদের সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে খবর, সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাসটি দাদরি থেকে ঝাজ্জরের প্রতাপগড়ের দিকে যাচ্ছিল। সে সময় উল্টোদিক থেকে আসছিল বেহরোর থেকে দাদরিমুখী একটি যাত্রিবাহী বাস। কালিয়াবাস গ্রামের কাছে দুই বাসের মুখোমুখির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একাদশ শ্রেণির এক ছাত্রীর।

ওই ঘটনায় বাস চালক, কন্ডাক্টর, শিক্ষক এবং বেশ কয়েক জন পড়ুয়া-সহ দুই বাসের মোট ৩১ জন আহত হন বলে খবর। আহতদের সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। ২৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও আট জন এখনও চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের আঘাত গুরুতর।

ঘটনায় শোক প্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি। সঙ্গে আশ্বাস দিয়ে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে সরকার। মৃত ছাত্রীর পরিবারকে ২.৫০ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গুরুতর জখম আট জনও ৫০,০০০ টাকা করে পাবেন। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন