MDL Recruitment 2025

২০০ শিক্ষানবিশ খুঁজছে মাজ়াগন ডক শিপবিল্ডার্স লিমিটেড, কী ভাবে আবেদন করবেন?

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১২,৩০০ টাকা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের বৃত্তি দেওয়া হবে মাসে ১০,৯০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪১
Mazagon Dock Shipbuilders Limited

মাজ়াগন ডক শিপবিল্ডার্স লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা মাজ়াগন ডক শিপবিল্ডার্স লিমিটেড-এ শিক্ষানবিশ প্রয়োজন। নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থায় ইঞ্জিনিয়ারিং, বাণিজ্য এবং কলা বিভাগে ডিগ্রিধারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রার্থীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

Advertisement

সংস্থার তরফে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। শূন্যপদ ২০০টি। তাঁদের সংস্থার সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, শিপবিল্ডিং টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বাণিজ্য, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশ্যাল ওয়ার্ক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে।

নিযুক্তদের প্রশিক্ষণ চলবে এক বছর ধরে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের বৃত্তির পরিমাণ হবে মাসে ১২,৩০০ টাকা। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের বৃত্তি দেওয়া হবে মাসে ১০,৯০০ টাকা।

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান বা কলা বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক যোগ্যতা বা ডিপ্লোমা থাকতে হবে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে। ইন্টারভিউ শুরু হবে ২৭ জানুয়ারি (সম্ভাব্য দিন) থেকে।

Advertisement
আরও পড়ুন