বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কর্মী নিয়োগ করবে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানে অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। চাকরিপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগে থেকে তাঁদের আবেদনপত্র পাঠাতে হবে না। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
বিশ্ববিদ্যালয়ের তরফে সিকিউরিটি অফিসার বা নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে। কতগুলি শূন্যপদ রয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩০,০০০ টাকা।
আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, তাঁদের কোনও সরকারি বা আধা সরকারি সংস্থায় ন্যূনতম ১০ বছর নিরাপত্তা রক্ষার দায়িত্ব সামলাতে হবে। অবসরপ্রাপ্ত আধিকারিকেরা পাবেন অগ্রাধিকার।
আগামী ৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ সমস্ত নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।