India-Pakistan

বিক্রমকে আক্রমণে প্রতিবাদ

বিক্রমের পাশে দাঁড়িয়েছে আইএএস অ্যাসোসিয়েশন। তারা বলেছে, কর্তব্যরত সরকারি আধিকারিকদের এই ভাবে ব্যক্তিগত আক্রমণ করাটা অত্যন্ত দুঃখজনক।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ০৭:৪৯
বিদেশসচিব বিক্রম মিস্রী।

বিদেশসচিব বিক্রম মিস্রী। —ফাইল চিত্র।

ভারত-পাক সংঘর্ষবিরতিকে কেন্দ্র করে বিদেশসচিব বিক্রম মিস্রী এবং তাঁর পরিবারকে যে ভাবে নেট দুনিয়ায় হেনস্থার মুখে পড়তে হল, তার তীব্র সমালোচনা করেছে আমলা মহল, রাজনৈতিক শিবির এবং মহিলা কমিশন। সোমবার মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর বিবৃতি দিয়ে বলেছেন, বিক্রমের মেয়ের ফোন নম্বর প্রকাশ করে দেওয়াটা ‘চরম দায়িত্বজ্ঞানহীনতা’র পরিচয় এবং ‘গোপনীয়তার ক্ষেত্রে বড় মাপের উল্লঙ্ঘন’। এতে মেয়েটির ‘নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে’। কখনওই নৈতিক ভাবে এই ধরনের হেনস্থাকে সমর্থন করা যায় না বলে জানিয়েছে কমিশন।

এর আগেই বিক্রমের পাশে দাঁড়িয়েছে আইএএস অ্যাসোসিয়েশন। তারা বলেছে, কর্তব্যরত সরকারি আধিকারিকদের এই ভাবে ব্যক্তিগত আক্রমণ করাটা অত্যন্ত দুঃখজনক। আইআরটিএস এবং আইআরএস (সিঅ্যান্ডআইটি) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। প্রাক্তন বিদেশসচিব নিরুপমা মেনন বলেছেন, ‘‘এই ঘটনা শালীনতার সমস্ত মাত্রা অতিক্রম করে গিয়েছে। অতীব লজ্জাজনক। এই বিষাক্ত ঘৃণা অবিলম্বে থামানো উচিত।’’

চুপ করে নেই রাজনীতিকরাও। বিক্রমের সমর্থনে মুখ খুলেছেন সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, শশী তারুর।

আরও পড়ুন