সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। অরাবলী পাহাড় নিয়ে শীর্ষ আদালতের গত মাসের রায় স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁর বেঞ্চ। — ফাইল চিত্র।
অরাবলী পাহাড়ের ‘সংজ্ঞা’ এখনই নির্ধারণ করা যাবে না। পূর্ববর্তী রায় এখনই কার্যকর হচ্ছে না। সোমবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যার প্রয়োজন রয়েছে বলে মনে করছে আদালত। অরাবলী পাহাড়ের ওই ‘সংজ্ঞা’ নির্ধারণের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
অরাবলী পাহাড়শ্রেণির কোন অংশকে অরাবলী পাহাড় বলে বিবেচনা করা হবে, তা নিয়ে সম্প্রতি একটি সংজ্ঞা নির্ধারণ করে কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, বরং আশপাশের এলাকার চেয়ে ১০০ মিটার বা তার বেশি উচ্চতার ভূখণ্ডই কেবলমাত্র অরাবলী পাহাড় বলে গণ্য হবে— এমনটাই ছিল কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রস্তাবিত সংজ্ঞা। গত মাসে (২০ নভেম্বর) ওই ‘সংজ্ঞা’য় সিলমোহর দেয় সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চও। এই সংক্রান্ত একটি রায়ও দেয় শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্ট গত মাসে ওই রায় দেওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই রায়ে আপত্তি জানানো হয়। অরাবলী পাহাড়শ্রেণি সংরক্ষণের দাবিতে রাজস্থান এবং হরিয়ানার বিভিন্ন জায়গায় প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়েরা। উদ্বেগপ্রকাশ করেছেন পরিবেশ এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একাংশও। এ অবস্থায় গত শনিবার এ বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট।
সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। বর্তমানে সুপ্রিম কোর্টে বড়দিনের ছুটি চলছে। তবে অবকাশকালীন বেঞ্চ খোলা রয়েছে। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসীহর বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানেই পূর্বের নির্দেশ স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় শীর্ষ আদালত।
অরাবলী পাহাড়শ্রেণির ওই সংজ্ঞা পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন (হাই পাওয়ার্ড) কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।