Gujarat Gangrape

রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ গুজরাতে! আট অভিযুক্তের মধ্যে গ্রেফতার তিন, বাকিদের খোঁজে তল্লাশি জারি

ঘটনার সূত্রপাত বুধবার রাতে। পুলিশ সূত্রে খবর, রাত ১০টার সময় শৌচকর্মের জন্য বেরিয়েছিল কিশোরী। বাড়ি থেকে কয়েক হাত দূরে শৌচকর্মের জন্য যাওয়ার সময় রাস্তায় তার পথে আটকে দাঁড়ান তিন যুবক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১২:১৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল গুজরাতে। তাকে আট জন মিলে গণধর্ষণ করেন বলে অভিযোগ। তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি পাঁচ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

ঘটনার সূত্রপাত বুধবার রাতে। পুলিশ সূত্রে খবর, রাত ১০টার সময় শৌচকর্মের জন্য বেরিয়েছিল কিশোরী। বাড়ি থেকে কয়েক হাত দূরে শৌচকর্মের জন্য যাওয়ার সময় রাস্তায় তার পথে আটকে দাঁড়ান তিন যুবক। কিশোরীর মুখ চেপে ধরেন। তার পর বাইকে জোর করে বসিয়ে কিশোরীর বাড়ি থেকে কিছুটা দূরে একটি নদীবাঁধের কাছে নিয়ে যায়। সেখানে ওই তিন অভিযুক্তের এক জন তাঁদের আরও কয়েক জন বন্ধুকে ডেকে আনেন। তার পর আট জন মিলে কিশোরীকে গণধর্ষণ করেন বলে অভিযোগ।

এই ঘটনার পর কিশোরী ওই বাঁধ থেকে হেঁটে বাড়ি ফেরে। তার মাকে সব ঘটনা বলে। তার পর কন্যাকে নিয়ে পুলিশের দ্বারস্থ হন কিশোরীর মা। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, যে তিন জন কিশোরীকে রাস্তা থেকে বাইকে তুলে নিয়ে যান, তাঁরা কিশোরীর পরিচিত। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার কেছে পুলিশ। বাকি পাঁচ জনের খোঁজ চালাচ্ছে। নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, অভিযুক্তেরা সেই ঘটনার ভিডিয়ো করেছে। তাঁকে খুনের হুমকি দিয়েছেন অভিযুক্তেরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জোরালো হচ্ছে।

Advertisement
আরও পড়ুন