Telangana Minister Controversial Comment

‘ফাইলে সই করতে অনেকে টাকা নেন, আমি বলি সমাজসেবা করুন’, বিতর্কে তেলঙ্গানার মন্ত্রী

বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন তেলঙ্গানার বনমন্ত্রী কোন্ডা সুরেখা। সম্প্রতি তিনি দাবি করেছেন, রাজ্যের অন্য মন্ত্রীদের মতো ফাইলে সই করতে তিনি টাকা নেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ২১:১৫
তেলঙ্গানার বনমন্ত্রী কোন্ডা সুরেখা।

তেলঙ্গানার বনমন্ত্রী কোন্ডা সুরেখা। ছবি: সংগৃহীত।

বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন তেলঙ্গানার বনমন্ত্রী কোন্ডা সুরেখা। সম্প্রতি সে রাজ্যের ওয়ারাঙ্গলে একটি সরকারি কলেজের শিলান্যাস করেন তিনি। সেখানে তিনি দাবি করেন, রাজ্যের অন্য মন্ত্রীদের মতো ফাইলে সই করতে তিনি টাকা নেন না। বরং তাঁর কাছে আসা ব্যক্তি বা সংস্থাকে সমাজসেবামূলক কাজ করতে বলেন। সমাজমাধ্যমে তাঁর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই তেলঙ্গানার রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। সে রাজ্যের কংগ্রেস সরকারকে ‘কমিশন সরকার’ বলে তোপ দেগেছে বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)।

Advertisement

ভিডিয়োয় সুরেখাকে বলতে শোনা গিয়েছে, “আমি বনমন্ত্রী হওয়ার পর ফাইলে সই করানোর জন্য কিছু সংস্থা এসেছিল। সাধারণত মন্ত্রীরা ফাইলে সই করার জন্য টাকা নেন। কিন্তু আমি সংস্থাগুলিকে বলি, আমায় এক পয়সাও দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু অবশ্যই সমাজসেবামূলক কাজ করবেন।” যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

মন্ত্রীর এই মন্তব্যকে কার্যত লুফে নিয়ে বিরোধীদের বক্তব্য, তেলঙ্গানার কংগ্রেস সরকার যে দুর্নীতিগ্রস্ত, তা প্রমাণিত হয়ে গিয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর) এর পুত্র কেটি রাম রাও (কেটিআর) সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “শেষমেশ কিছু সত্যি কথা বলার জন্য বনমন্ত্রীকে ধন্যবাদ। তেলঙ্গানায় কংগ্রেস কমিশন সরকার চালাচ্ছে। দুর্ভাগ্যজনক যে এখন এটা প্রকাশ্যে চলে এসেছে।”

Advertisement
আরও পড়ুন