—প্রতীকী চিত্র।
সংসদের বাদল অধিবেশনের আগে দলের জাতীয় সভাপতি বেছে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে।
বিজেপির উপর প্রভাব বজায় রাখতে আরএসএস-ঘনিষ্ঠ কোনও নেতাকে ওই পদে বসাতে আগ্রহী সঙ্ঘ নেতৃত্ব। যাতে আপত্তি রয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের। এই টানাপড়েনেই নতুন সভাপতির নাম ঘোষণা আটকে রয়েছে। বিজেপির একটি অংশ সংসদের বাদল অধিবেশনের আগে সভাপতি বেছে নেওয়ার পক্ষপাতী ছিল। কারণ, বিহার নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে। কিন্তু আগামিকাল বিহার ও পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে অধিবেশন শুরু হতে আর দু’দিন। ওই অল্প সময়ে সভাপতি বেছে নেওয়া কার্যত অসম্ভব বলেই এই মুহূর্তে মনে করছেন দলীয় নেতৃত্ব।
সে ক্ষেত্রে বাদল অধিবেশনের পরে সভাপতি বেছে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। অথবা দ্বিতীয় বিকল্প হল, বিহার নির্বাচনের পরেই জে পি নড্ডার উত্তরসূরিকে বেছে নেওয়া। এ ক্ষেত্রে আরএসএসের সঙ্গে দর কষাকষির সময় পাবেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। তবে দলের এক নেতার কথায়, ‘‘আরএসএস নেতৃত্বের সবুজ সঙ্কেত পেলে অধিবেশন শুরুর আগেও সভাপতি পরিবর্তন হতে পারে। এমনকি, অধিবেশন চলার মধ্যেও সভাপতি বদল হতে পারে।’’ অনেকের মতে, সংসদ চলাকালীন বিরোধীদের আনা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার দিনেই এই ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই। বিরোধীদের থেকে প্রচারের আলো কেড়ে নিতে অতীতে একাধিকবার এ ধরনের পদক্ষেপ করেছে বিজেপি।