Operation Sindoor

অপারেশন সিঁদুরের সময়ে কোনও পারমাণবিক হুমকি ছিল না, দাবি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রধানের

আমেরিকার প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন পাকিস্তান-সহ বেশ কিছু দেশ ভূ-গর্ভস্থ পারমাণবিক পরীক্ষা শুরু করেছে। সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ০৫:১৭

—প্রতীকী চিত্র।

ভারত-পাকিস্তান সংঘর্ষ ও অপারেশন সিঁদুর আবহে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। এমনটাই দাবি করলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগারের নিরাপত্তা বা পদক্ষেপ প্রসঙ্গে তাঁর উত্তর, ‘‘এমন কোনও কিছু জানা যায়নি।’’

Advertisement

প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন পাকিস্তান-সহ বেশ কিছু দেশ ভূ-গর্ভস্থ পারমাণবিক পরীক্ষা শুরু করেছে। সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। ‘‘এমন কোনও প্রমাণ নেই’’ দাবি করেন তিনি। তাঁর দাবি, ট্রাম্পের এই বক্তব্য ‘রাজনৈতিক’।

ট্রাম্পের দাবি ছিল, ইরান, চিন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তান। সেই প্রসঙ্গে সুইৎজ়ারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে সংবাদমাধ্যমের সামনে রাফায়েলের দাবি, পারমাণবিক অস্ত্র পরীক্ষারও কোনও তথ্য নেই। তাঁর বক্তব্য, এই ধরনের কথা (ট্রাম্পের মন্তব্য)রাজনৈতিক বিবৃতির অংশ ও এর প্রভাবেই বিশ্বজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়।

অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানে ভারতের হানার সময়ে পরমাণু সংক্রান্ত কোনও আশঙ্কা ছিল কি না প্রসঙ্গে রাফায়েল জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কাজ করে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী। এই সংস্থা কোনও ‘আন্তর্জাতিক নজরদারি’ করার সংস্থা নয়। ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার হওয়ার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বা সম্ভাবনা ছিল না বলে তিনি দাবি করলেও সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, পরমাণু সংঘর্ষ বিরতি চুক্তিতে ভারত বা পাকিস্তান কোনও দেশই স্বাক্ষর করেনি।

Advertisement
আরও পড়ুন