Uttar Pradesh Incident

খুবই ক্লান্ত, পারলেন না পালাতে! চুরি করে লুটের জিনিস নিয়ে ঘুমিয়ে পড়লেন চোর

টনাটি ঘটেছে কানপুরের নাজিরবাদ থানা এলাকায়। ওই এলাকার বাসিন্দা বিনোদ কুমার এবং অনিল কুমার— সম্পর্কে দুই ভাই। তাঁদের বাড়িতে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়েন চোর!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৭:০৪
Thief falls asleep after theft, caught next morning in Kanpur

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাতে অন্ধকারে, সকলের অগোচরে বাড়িতে ঢোকেন। ওই বাড়ির বাসিন্দারা তখন ঘুমে আচ্ছন্ন। সেই সুযোগেই হাতের কাছে যা পেয়েছেন তা তুলে ঝোলায় ভরেন! কিন্তু পালানোর কথা বেমালুম ভুলেই গেলেন চোর। ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে ওই চোরকে ঘুমন্ত অবস্থায় দেখে ধরে ফেলেন বাড়ির মালিকেরা!

Advertisement

ঘটনাটি ঘটেছে কানপুরের নাজিরবাদ থানা এলাকায়। ওই এলাকার বাসিন্দা বিনোদ কুমার এবং অনিল কুমার— সম্পর্কে দুই ভাই। থাকেন পাশাপাশি বাড়িতে। সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত প্রথমে বিনোদের বাড়িতে ঢোকেন। তার পরে আলমারির লকার ভেঙে মূল্যবান জিনিসপত্র ঝোলায় ভরেন। তার পরে অনিলের বাড়িতে ঢোকেন অভিযুক্ত। সেই বাড়ি থেকেও গয়না, টাকাকড়ি চুরি করেন। তার পরে ওই বাড়ির একটি ঘরে ঢুকে ফাঁকা বিছানা দেখে শুয়ে অঘোরে ঘুমিয়ে পড়েন।

পরের দিন ভোরে ঘুমন্ত অবস্থায় চোরকে দেখতে পান অনিল। বাড়ির বিছানায় অজ্ঞাত পরিচিত এক ব্যক্তিকে দেখে প্রথমে হকচকিয়ে যান তিনি। কিছু ক্ষণ পরে বুঝতে পারেন, রাতে তাঁদের বাড়িতে চোর ঢুকেছিলেন। চুরির পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। তখনই চিৎকার করে বাড়ির সকলকে ডাকেন অনিল। ছুটে আসেন প্রতিবেশীরাও। ওই চোরকে গ্রেফতার করে নাজিরবাদ থানার পুলিশ। পুলিশের অনুমান, মত্ত অবস্থায় চুরি করতে এসেছিলেন ওই চোর। পর পর দু’বাড়িতে চুরি করার পর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন অনিলের বাড়িতে।

Advertisement
আরও পড়ুন