ছবি: এআই সহায়তায় প্রণীত।
আত্মীয়ের টাকার প্রয়োজন ছিল। তাই মোটা অঙ্কের যে টাকা ধার দিয়েছিলেন, তা তাড়াতাড়ি ফেরত চেয়েছিলেন। সুদ—হ সেই টাকা নিয়ে তাঁর বাড়ির পথে যেতে গিয়ে সব খোয়ালেন মধ্যপ্রদেশের যুবক! এখন হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
জানা যাচ্ছে, মাঝরাস্তায় তাঁকে বাইক থামাতে বাধ্য করেন তিনি আগন্তুক। ‘কী চাই’ বলার সঙ্গে সঙ্গে সেই তিন জন লঙ্কাগুঁড়ো ছুড়ে দেন মুখে। চোখেমুখে অসহ্য যন্ত্রণায় হাত দিয়ে মুখ ঢাকেন যুবক। তখনই টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে গেলেন তিন জন।
পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের অশোকনগর জেলার একটি গ্রামের বাসিন্দা লখবিন্দ্র পেশায় কৃষক। এক আত্মীয়ের কাছ থেকে ২৪ লক্ষ টাকা ধার নিয়েছিলেন তিনি। ওই টাকা শোধ দেওয়ার কথা ছিল মঙ্গলবার। সুদ-সহ মোট ২৫ লক্ষ টাকা ব্যাগে ভরে সেই আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তিনি। তার পরেই বিপদ।
লখবিন্দ্রের দাবি, ‘‘রাস্তায় তাঁর বাইকের সামনে দাঁড়়িয়ে পড়েন তিন আগন্তুক। কিছু বুঝে ওঠার আগে আমার চোখেমুখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেন অভিযুক্তেরা। এর পর কাঁধ থেকে টাকার ব্যাগ নিয়ে দৌড় দেন তাঁরা।’’
আক্রান্ত যুবক সাহায্য চেয়ে চিৎকার-চেঁচামেচি করেন। তবে অনেক পরে স্থানীয়েরা তাঁকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় তাঁর বাড়িতে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। তারা ঘটনাস্থল থেকে লঙ্কাগুঁড়ো পেয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, জলে লঙ্কাগুঁড়ো গুলিয়ে আক্রমণ করেছিলেন অভিযুক্তেরা। তাঁদের মুখ ঢাকা ছিল। তাই এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। খোঁজ চলছে।
অন্য দিকে, ঋণ শোধ করার অর্থ হারিয়ে ভেঙে পড়েছেন লখবিন্দ্র। পরিবার সূত্রে খবর, শারীরিক এবং মানসিক ভাবে বিধ্বস্ত তিনি।