Denmark Postal Service

আর চিঠি লিখবেন না নাগরিকেরা! বিশ্বের প্রথম দেশ হিসাবে ডাকব্যবস্থার সমাপ্তি ঘটাল ডেনমার্ক

মঙ্গলবারই শেষ চিঠি পৌঁছে দিয়েছে তারা। তার পরেই ৪০০ বছরের ডাকব্যবস্থা তুলে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে ডেনমার্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:০৮
Denmark

ডেনমার্কে ‘লেটার বক্স’ এখন স্মৃতি! ছবি: সংগৃহীত।

ইন্টারনেটের গতির সঙ্গে পাল্লা দিতে দিতে থেমে গেল কাগুজে আবেগ। ইমেল, মেসেজ, হোয়াট্‌সঅ্যাপের যুগে তারা প্রবীণ নাগরিক। শেষমেশ কঠিন সিদ্ধান্তটা নিয়েই নিল ডেনমার্ক। বিশ্বের প্রথম দেশ হিসাবে ডাকযোগে চিঠি পাঠানোর পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিল তারা। এই বছরের শেষেই শেষ চিঠি পৌঁছে দিয়েছে তারা।

Advertisement

ডেনমার্কের প্রাচীনতম সরকারি পরিষেবাগুলির মধ্যে একটি ছিল ডাকযোগে চিঠি পাঠানোর ব্যবস্থা। ১৬২৪ সালে চালু হয় এই ব্যবস্থা। মঙ্গলবার ডেনমার্কের রাষ্ট্রায়ত্ত সংস্থা পোস্টনর্ড জানিয়ে দিয়েছে, ৪০১ বছর পর চিঠি বিতরণ বন্ধ করল তারা। কারণ, ডেনমার্কের জনগণ ডিজিটাল যোগাযোগের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছেন যে, ডাকব্যবস্থার আর প্রয়োজন নেই। অতএব বিদায়।

সে দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, মঙ্গলবারই শেষ চিঠি পাঠিয়ে ডাকব্যবস্থার ইতি ঘটিয়েছে ডেনমার্ক। পোস্টনর্ড একটি বিবৃতিতে বলেছে, টুকটাক পার্সেল ডেলিভারি ছাড়া ডাকব্যবস্থার উপর আর নির্ভরশীল নন নাগরিকেরা। তাঁরা আর প্রিয়জনকে চিঠি লেখেন না। অফিস-কাছারির চিঠিপত্রও এখন একান্ত ভাবে ইন্টারনেট ব্যবস্থার উপর নির্ভরশীল। সুতরাং শুধু শুধু একটি সরকারি পরিষেবা চালু রাখার কোনও যুক্তি নেই। কঠিন সিদ্ধান্ত। কিন্তু সময়ের দাবি। এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন পোস্টনর্ডের প্রধান নির্বাহী কিম পেডারসেন। তাঁর কথায়, ‘‘একটি অধ্যায় শেষ হল। আর একটি অধ্যায় শুরু হবে।’’ অর্থাৎ, চিঠি বিতরণ বাদ দিয়ে পার্সেল পাঠানোর উপর জোর দেওয়ার কথা বলেন তিনি। কিম বলেন,‘‘আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে চিঠি বিতরণ করেছি। সেটা বন্ধ হল। ডেনমার্কের সবচেয়ে বেশি প্রয়োজন ই-কমার্স। যেখানে পার্সেলের সংখ্যা এখন চিঠির চেয়ে অনেক অনেক বেশি। ’’

ডেনমার্কের সরকারি মহল জানিয়েছে, ডিজিটালাইজ়েশনের যুগে ক্রমশ বদলে যাচ্ছে দুনিয়া। ডিজিটাল মেলবক্স, মোবাইল পেমেন্ট এবং অন্যান্য অনলাইন পরিষেবা ধারাবাহিক ভাবে বেড়েছে। আরও নতুন নতুন পরিষেবা আসছে। সেখানে খাম, স্ট্যাম্প নিতান্তই বুড়ো। গত ২৫ বছরের মধ্যে ডেনমার্কে চিঠির পরিমাণ ৯০ শতাংশ কমে গিয়েছে। ২০০০ সালের পর থেকে লোকজন চিঠি লেখা এবং পাঠানো কমিয়ে দিচ্ছিলেন। গত কয়েক বছর ধরে আর্থিক লোকসান হচ্ছিল পোস্টনর্ডের।

Advertisement
আরও পড়ুন