News Of The Day

ব্রিটেন সফরে মোদী, নজর বাণিজ্য বোঝাপড়ায়। সংসদের অধিবেশন। ভারত-ইংল্যান্ড টেস্ট। আর কী নজরে

আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফর। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আমন্ত্রণে দু’দিনের সফরে সে দেশে যাচ্ছেন মোদী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ০৭:৫০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিটেন সফর। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আমন্ত্রণে দু’দিনের সফরে সে দেশে যাচ্ছেন মোদী। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে স্টারমারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। দ্বিপাক্ষিক বৈঠকে বিশেষ গুরুত্ব পেতে পারে নয়াদিল্লি-লন্ডন মুক্ত বাণিজ্যিক সমঝোতার বিষয়টি। গত ৬ মে দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা শেষ হয়েছে। অনুমান করা হচ্ছে, মোদীর সফরকালেই এ বিষয়ে কোনও ঘোষণা করা হতে পারে। এ ছাড়া রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করবেন মোদী। ব্রিটেন সফর শেষে আগামী ২৫ জুলাই মলদ্বীপ যাবেন তিনি। মলদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে দু’দিনের সফরে সে দেশে যাচ্ছেন মোদী।

বিরোধীদের হট্টগোলে মঙ্গলবারও সকাল থেকে দফায় দফায় মুলতুবি হয়েছে সংসদের বাদল অধিবেশন। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার দাবিতে হট্টগোল বাধে লোকসভায়। রাজ্যসভায় বিরোধীরা তুলে ধরল বিহারে ভোটার তালিকা সংশোধনীর প্রসঙ্গ। এই দুই বিষয়ে আলোচনার দাবিতে সংসদের উভয় কক্ষে সরব হন বিরোধী দলের সাংসদেরা। আজ কী মসৃণ ভাবে চলবে অধিবেশন? নজরে থাকবে এই খবর।

আজ থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সিরিজ়ে টিকে থাকার লড়াইয়ে ম্যাঞ্চেস্টারে খেলতে নামছে শুভমন গিলের ভারত। পাঁচ ম্যাচের সিরিজ়ে ভারত ১-২ ফলে পিছিয়ে। দলে রয়েছে একাধিক চোট সমস্যা। প্রথম একাদশ কী হবে, এখনও নিশ্চিত নয়। ইংল্যান্ড তাদের দল জানিয়ে দিয়েছে। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের উপর আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার জেরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। সে জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের আট জেলায় আগামী সোমবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

মহিলাদের দাবা বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে দুই ভারতীয়। কনেরু হাম্পি প্রথম ভারতীয় মহিলা হিসেবে দাবা বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস রচনা করেছিলেন। পর দিনই দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন দিব্যা দেশমুখ। সেমিফাইনালে দু’জনের সামনেই চিনের প্রতিপক্ষ। আজ সেমিফাইনালের দ্বিতীয় গেম। খেলা শুরু বিকেল ৪:৩০ থেকে।

চলছে ভারত এবং ইংল্যান্ডের ছোটদের টেস্ট। চার দিনের ম্যাচের আজ শেষ দিন। এই ম্যাচে রান পায়নি ১৪ বছরের বৈভব সূর্যবংশী। প্রথম টেস্টের মতো এই টেস্টও ড্র হয়ে যেতে পারে। আজই শেষ হচ্ছে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের ইংল্যান্ড সফর। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে।

Advertisement
আরও পড়ুন