Tripura Jawan Arrested

ছেলে হয়নি! এক বছরের মেয়েকে ‘বিষ খাইয়ে মেরেই ফেললেন’ ত্রিপুরার জওয়ান! স্ত্রীর অভিযোগের পরেই ধৃত

স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ত্রিপুরার সেনা জওয়ান বাবাকে গ্রেফতার করল পুলিশ। আদালতের নির্দেশে তিনি এখন পুলিশি হেফাজতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৭:১৬
Tripura Soldier Murders Daughter Over Desire for Son, Alleges Mother, got arrested by police

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পুত্রসন্তান চেয়েছিলেন। কিন্তু দু’বারই মেয়ে হয়েছে! সেই রাগে বিষ খাইয়ে মেরেই ফেললেন এক বছরের মেয়েকে। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ত্রিপুরার সেনা জওয়ান বাবাকে গ্রেফতার করল পুলিশ। আদালতের নির্দেশে তিনি এখন পুলিশি হেফাজতে।

Advertisement

শুক্রবার রাতে ত্রিপুরার বেহালাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। শিশুটিকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার পর সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছিল আগরতলার জিবি হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এর পরেই বাবা রথীন্দ্র দেববর্মাকে গ্রেফতার করে পুলিশ। রথীন্দ্র ত্রিপুরা স্টেট রাইফেলসের ১০ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।

মৃতের মা মিতালি দেববর্মার অভিযোগ, বিস্কুট খাওয়ার নাম করে মেয়েকে নিয়ে বেরিয়ে তাকে বিষ খাইয়ে দিয়েছেন বাবা। তাঁর দাবি, রথীন্দ্র বরাবরই ছেলে চেয়ে এসেছিল। কিন্তু দু’বারই মেয়ে হওয়ায় ক্ষুণ্ণ হন। এর জন্য তাঁদের মধ্যে সমস্যাও চলছিল বলে দাবি মিতালির।

মিতালি বলেন, ‘‘আমরা বোনের বাড়ি গিয়েছিলাম। স্বামী আমাদের মেয়ে এবং আমার বোনের ছেলেকে নিয়ে বেরিয়েছিল। পরে আমার বোন দেখেন, আমার মেয়ে বমি করছে। মেয়ের মুখ থেকে ওষুধের গন্ধও পাওয়া যাচ্ছিল। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম, কেন মেয়ে অসুস্থ হয়েছে। কিন্তু রথীন্দ্র সব অস্বীকার করেছে।’’ স্বামীর ফাঁসির দাবি করেছেন মিতালি।

Advertisement
আরও পড়ুন