Madhya Pradesh

চালক ও সহযাত্রীদের কটূক্তি! মধ্যপ্রদেশে চলন্ত বাস থেকে ঝাঁপ দিল নবম শ্রেণির দুই ছাত্রী

গুরুতর আহত অবস্থায় দুই কিশোরীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

চালক ও সহযাত্রীদের কটূক্তির জেরে চলন্ত বাস থেকে ঝাঁপ দিল দুই স্কুলপড়ুয়া! সোমবার মধ্যপ্রদেশের দামোহ জেলায় এমনই অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় দুই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দামোহ জেলার এক স্কুলের দুই পড়ুয়া এক সঙ্গে পরীক্ষা দিতে যাওয়ার জন্য রওনা হয়। দু’জনেই নবম শ্রেণির ছাত্রী। রোজকার মতো আধরোতা থেকে বাসে উঠেছিল তারা। সে সময় বাসটিতে চালক, কন্ডাক্টর ছাড়াও আরও চার জন যাত্রী ছিলেন। তাঁরা দুই কিশোরীকে দেখে অশ্লীল মন্তব্য করতে শুরু করেন বলে অভিযোগ। ভয় পেয়ে দুই ছাত্রী বাস থামাতে বললেও থামেননি চালক। এর পরেই চলন্ত বাস থেকে ঝাঁপ দেয় দুই কিশোরী।

পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ভাবনা ডাঙ্গি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় দুই কিশোরীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল। দুই কিশোরীর অভিযোগ, বাসে উঠতেই চালক-সহ বাসে থাকা যাত্রীরা তাদের উদ্দেশে নানা কটূক্তি করতে শুরু করে দেন। এক সময়ে বাসের পিছনের দরজাটিও বন্ধ করে দেন কন্ডাক্টর। তখনই ভয় পেয়ে বাস থেকে ঝাঁপ দেয় দুই ছাত্রী। অভিযোগের ভিত্তিতে বাসের চালক মহম্মদ আশিক, কন্ডাক্টর বংশীলাল-সহ দুই যাত্রী হুকুম সিংহ ও মাধব আসাতিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন (পকসো) এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত।

Advertisement
আরও পড়ুন