Gaziabad Restaurant Murder

খাবার দিতে দেরি হওয়ায় মত্ত অবস্থায় বচসা! গাজ়িয়াবাদের রেস্তরাঁয় খেতে গিয়ে খুন দুই যুবক, জখম আরও এক

জানা যাচ্ছে, খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করেই বচসার সূত্রপাত। মদ্যপান করতে করতে তাঁরা আরও কিছু খাবার ‘অর্ডার’ করেন। সেগুলি টেবিলে পৌঁছোতে কেন এত দেরি হচ্ছে, তা নিয়ে রেস্তরাঁ কর্মীদের সঙ্গে বচসার জড়িয়ে পড়েন তিন জন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৪:৩৪
গাজ়িয়াবাদের রেস্তরাঁয় কুপিয়ে খুনের অভিযোগ।

গাজ়িয়াবাদের রেস্তরাঁয় কুপিয়ে খুনের অভিযোগ। — প্রতীকী চিত্র।

রেস্তরাঁয় খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বচসা। সেই বচসার জেরেই দু’জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। গুরুতর জখম হয়েছেন আরও এক যুবক। রেস্তরাঁয় বচসার ওই ঘটনায় ইতিমধ্যে চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Advertisement

গাজ়িয়াবাদের ওই রেস্তরাঁয় খাবারের পাশাপাশি মদও বিক্রি হয়। শুক্রবার রাতে সত্যম, শ্রীপাল এবং অনুরাগ নামে তিন যুবক ওই রেস্তরাঁয় যান। প্রত্যেকেই স্থানীয় এক কারখানার শ্রমিক। বয়স সকলেরই আনুমানিক ২৫ বছর। জানা যাচ্ছে, ওই রেস্তরাঁয় তিন যুবক খাবারও খাচ্ছিলেন এবং মদ্যপানও করছিলেন। সেই সময়েই রেস্তরাঁর কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিন যুবক।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করেই বচসার সূত্রপাত। মদ্যপান করতে করতে তাঁরা আরও কিছু খাবার ‘অর্ডার’ করেন। সেগুলি টেবিলে পৌঁছোতে কেন এত দেরি হচ্ছে, তা নিয়ে রেস্তরাঁ কর্মীদের সঙ্গে বচসার জড়িয়ে পড়েন তিন জন। পরে দু’পক্ষের মধ্যে গোলমাল আরও বৃদ্ধি পায়। রেস্তরাঁর মালিক এবং অন্য কর্মীরা তখন ওই তিন জনের উপর চড়াও হন বলে অভিযোগ। জানা যাচ্ছে, বাগ্‌বিতণ্ডার মাঝেই ধারালো অস্ত্র দিয়ে সত্যম, শ্রীপাল এবং অনুরাগের উপর হামলা করেন তাঁরা।

ঘটনায় তিন যুবকই গুরুতর জখম হন। পরে রক্তাক্ত অবস্থায় তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সত্যম এবং শ্রীপালকে মৃত বলে ঘোষণা করেন। অপর জন এখনও হাসপাতালে ভর্তি। তবে সূত্রের খবর, তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। গাজ়িয়াবাদের ডিসিপি হিন্দন নিমিশ পাটিল জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ওই এলাকাটি ঘিরে রাখা হয়েছে। কয়েক জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Advertisement
আরও পড়ুন