Amit Shah

দ্রুত সমাধান তিন সমস্যার, দাবি শাহের

মাওবাদী অধ্যুষিত ছত্তীসগঢ়কে এ বারের সম্মেলনের জন্য বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। স্বরাষ্ট্র সূত্রের মতে, বর্তমানে দেশের যে তিনটি জেলায় মাওবাদীদের সর্বাধিক প্রভাব রয়ে গিয়েছে সেই তিনটি জেলাই ছত্তীসগঢ়ে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ০৯:২০
অমিত শাহ।

অমিত শাহ। — ফাইল চিত্র।

গত চার দশক ধরে দেশের স্থায়ী ক্ষত ছিল মাওবাদ, উত্তর-পূর্বের বিচ্ছিন্নতাবাদ ও কাশ্মীর সমস্যা। নরেন্দ্র মোদী সরকার ওই তিনটি সমস্যারই চিরস্থায়ী সমাধান করার খুব কাছে বলে আজ ডিজি সম্মেলনে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন শহরে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজি সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এ বার তিন দিনের (২৮-৩০ নভেম্বর) সম্মেলনের জন্য বেছে নেওয়া হয়েছে ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরকে।

মাওবাদী অধ্যুষিত ছত্তীসগঢ়কে এ বারের সম্মেলনের জন্য বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। স্বরাষ্ট্র সূত্রের মতে, বর্তমানে দেশের যে তিনটি জেলায় মাওবাদীদের সর্বাধিক প্রভাব রয়ে গিয়েছে সেই তিনটি জেলাই ছত্তীসগঢ়ে। নিরাপত্তাবাহিনীর টানা অভিযানের ফলে গত এক বছরের তিনশোর বেশি মাওবাদী মারা গিয়েছেন। ক্রমশ নিজেদের জমি হারিয়েছেন মাওবাদীরা। ধারাবাহিক অভিযানের ফলে সঙ্কীর্ণ পরিসরেই এখন মাওবাদীদের প্রভাব রয়ে গিয়েছে।

সরকারের লক্ষ্যই হল আগামী বছরের ৩১ মার্চের মধ্যেই দেশ থেকে মাওবাদী সমস্যা মুছে ফেলা।তাই স্বরাষ্ট্র সূত্রের মতে এ বারের বৈঠকে অভ্যন্তরীণ সুরক্ষার যে বিষয়গুলি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে তার মধ্যে গোড়াতেই রয়েছে মাওবাদী সমস্যা মোকাবিলার বিষয়টি। এ ছাড়া পহেলগাম হামলা ও দিল্লির লাল কেল্লা চত্বরে বিস্ফোরণ কাণ্ডের প্রেক্ষিতে সন্ত্রাস-দমনের বিষয়টি, মাদক পাচার রোখা, সাইবার অপরাধ আটাকানো, সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আজ উদ্বোধনী বক্তব্যে অমিত শাহ বলেন, ‘‘গত চার দশক ধরে জম্মু-কাশ্মীর, মাওবাদী ও উত্তর-পূর্বের বিচ্ছিন্নতাবাদের সমস্যা দেশকে অস্বস্তিতে রেখেছিল। কিন্তু গত এক দশক ধরে মোদী সরকার ওই তিনটি সমস্যার চিরস্থায়ী সমাধান করার লক্ষ্যে তৎপর রয়েছে। যার ফলে আর অল্প কিছু দিনের মধ্যেই দেশের আর পাঁচটি সাধারণ এলাকাতে পরিণত হবে সন্ত্রাসের ওই তিন হটস্পট।’’ তাৎপর্যপূর্ণ ভাবে আজ অমিত শাহ উত্তর-পূর্ব ভারতের জঙ্গি উপদ্রব কমে এসেছে বলে দাবি করলেও এ দিনই মণিপুরে আসাম রাইফেলসের বাহিনীর উপরে হামলা চালায় জঙ্গিরা।

আরও পড়ুন