Bihar Girls

‘২০-২৫ হাজার টাকা দিলেই বিয়ের জন্য বিহারের মেয়ে পাওয়া যায়’! উত্তরাখণ্ডের মন্ত্রীর স্বামীর মন্তব্যে বিতর্ক

গত মাসে আলমোড়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মন্ত্রীর স্বামী গিরিধারীলাল সাহু। সেখানেই তিনি এই ধরনের বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়ে নেন সাহু।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১২:৪৫
(বাঁ দিকে) উত্তরাখণ্ডের মন্ত্রীর রেখা আর্যের স্বামী গিরিধারীলাল সাহু। (ডান দিকে) অনুষ্ঠানস্থলে সাহু। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) উত্তরাখণ্ডের মন্ত্রীর রেখা আর্যের স্বামী গিরিধারীলাল সাহু। (ডান দিকে) অনুষ্ঠানস্থলে সাহু। ছবি: সংগৃহীত।

২০-২৫ টাকা দিলেই বিয়ের জন্য বিহারের মেয়ে পাওয়া যাবে। উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা আর্যের স্বামীর এ হেন মন্তব্যে জোর আলোচনা শুরু হয়েছে নানা মহলে। ঘটনাচক্রে, রাজ্যের মহিলা এবং শিশুকল্যাণ মন্ত্রী রেখা। সেই মন্ত্রীরই স্বামীর কণ্ঠে মহিলাদের সম্পর্কে এ ধরনের বিরূপ মন্তব্যে তোলপাড় চলছে উত্তরাখণ্ডে।

Advertisement

প্রসঙ্গত, গত মাসে আলমোড়ায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মন্ত্রীর স্বামী গিরিধারীলাল সাহু। সেখানেই তিনি এই ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইলেও বিজেপি কিন্তু মহিলাদের সম্পর্কে সাহুর এই ধরনের মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখতে সচেষ্ট।

একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সেখানে সাহুকে বলতে শোনা গিয়েছে, ‘‘আপনি কি বুড়ো বয়সে বিয়ে করবেন? যদি বিয়ে করতে না পারেন, তা হলে আপনার বিয়ের জন্য বিহার থেকে মেয়ের ব্যবস্থা করে দেব। ২০-২৫ হাজার টাকা দিলেই মেয়ে পাওয়া যাবে।’’ এই ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে পড়েন মন্ত্রীর স্বামী। পরে নিজে একটি ভিডিয়োবার্তায় সাহু পাল্টা দাবি করেন, তাঁর কথার ভুল ব্যখ্যা করা হচ্ছে। এক বন্ধুর বিয়ে সম্পর্কে বলতে চেয়েছিলেন তিনি। এর পরই সাহু ক্ষমা চেয়ে নিয়ে বলেন, ‘‘আমার মন্তব্যে কারও যদি আঘাত লাগে তা হলে করজোড়ে তাঁদের কাছে ক্ষমা চাইছি।’’

মন্ত্রীর স্বামীর এই মন্তব্য ঘিরে তোলপাড় চলছে, রাজ্য বিজেপির তরফে নিন্দা করে সাহুর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হয়েছে। দলের তরফে জানানো হয়, সাহুর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। সাহুর এই মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস। দেশের মহিলাদের অপমান করার জন্য অবিলম্বে সাহুর ক্ষমা চাওয়া উচিত বলে দাবি তুলেছে তারা। প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গোদিয়াল বলেন, ‘‘একজন মন্ত্রীর স্বামী দেশের কন্যাদের অপমান করেছেন। তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। ক্ষমা চাওয়া উচিত বিজেপিরও।’’ বিহারের রাজ্য মহিলা কমিশন জানিয়েছে, সাহুর বিরুদ্ধে নোটিস জারি করা হবে। কমিশনের চেয়ারপার্সন অপ্সরা বলেন, ‘‘সাহুর এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের মন্তব্য এটাই স্পষ্ট করে যে, ওই ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত।’’

Advertisement
আরও পড়ুন