Pahalgam Terror Attack

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বিরোধিতা করে বার্তা আরও এক দেশের, ‘ভারতের পাশে আছি’, বললেন বিদেশমন্ত্রী

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল ২৬ জনের। তার পর সন্ত্রাসবিরোধী অবস্থান স্পষ্ট করতে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ১২:৪৪
দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: পিটিআই।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বিরোধিতা করে বার্তা দিল আরও এক দেশ। ভারতে এসে তাদের বিদেশমন্ত্রী জানালেন, তাঁরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছেন।

Advertisement

দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউন সম্প্রতি ভারতে এসেছেন। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখাও করেছেন। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে পহেলগাঁও হামলা প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। বলেন, ‘‘এ বিষয়ে আমাদের অবস্থান খুব কঠোর ও দৃঢ়। আমরা যে কোনও সন্ত্রাসবাদী হামলার বিরোধী। ভারত সরকার এবং ভারতের মানুষের পাশে আছি আমরা।’’

হিউনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জয়শঙ্কর। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থনের পর তাঁকে কৃতজ্ঞতাও জানিয়েছেন। পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘর্ষের পর ভারত সরকার সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল বিভিন্ন দেশে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর কথা প্রচার ছিল ওই দলগুলির উদ্দেশ্য। একটি প্রতিনিধি দল গিয়েছিল দক্ষিণ কোরিয়াতেও। জয়শঙ্কর বলেছেন, ‘‘পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বিরোধিতা করার জন্য কোরিয়ার সরকারের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে চাই। সোলে সে দেশের আধিকারিকদের সঙ্গে আমাদের সর্বদলীয় প্রতিনিধি দলের বৈঠক খুব ভাল হয়েছে। আপনি ওই দলের সঙ্গে নিজে দেখা করেছিলেন। সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’’

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর অতিরিক্ত বাণিজ্যিক শুল্ক আরোপ করছেন। ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। আরও ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি রয়েছে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে হিউন বলেন, ‘‘বিশ্ব বাণিজ্যে এখন খুব দ্রুত পরিস্থিতি বদলাচ্ছে। সেটা অপ্রত্যাশিতও নয়। আমরা সমস্যার সমাধান করে আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে সমঝোতা করেছি। আগামী দিনে তা আমাদের ভাল জায়গায় পৌঁছে দেবে।’’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল ২৬ জনের। ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করে ভারত। ৬ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালানো হয়। ধ্বংস করে দেওয়া হয় একাধিক পাক জঙ্গিঘাঁটি। এর পর টানা চার দিন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলেছে। ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে এখনও ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে।

Advertisement
আরও পড়ুন